গ্রামের স্কুলে কোয়ারেন্টাইনে থাকা ক্ষতবিক্ষত অবস্থায় শ্রমিককে উদ্ধার ঘিরে চাঞ্চল্য কেশিয়াড়ীতে, তদন্তে পুলিশ।
প্রদীপ কুমার মাইতি:পূর্ব মেদিনীপুর থেকে ফিরে গত শুক্রবার থেকে গ্রামের স্কুলে নিজেদের উদ্যোগে কোয়ারেন্টাইনে ছিলেন কেশিয়াড়ী থানার কুলিয়াড় গ্রামের ৫ জন শ্রমিক।কুলিয়াড় মাধ্যমিক শিক্ষা কেন্দ্রে শনিবার বিকেল থেকে খোঁজ পাওয়া যাচ্ছিল না সনাতন সিং নামে বছর ৪০ এর এক শ্রমিকের। পরে খুজতে বেরিয়ে ঐ স্কুলের বাথরুমের পেছনে ক্ষতবিক্ষত অবস্থায় তাকে দেখতে পায় পরিবারের সদস্যরা। তার শরীরের গলায় ও পেটে গভীর ক্ষত রয়েছে। পাশে পড়ে রয়েছে ভাঙা মদের বোতল।স্থানীয় বাসিন্দারা বিষয়টি জানতে পেরে কেশিয়াড়ী থানার পুলিশকে খবর দিলে পুলিশ অ্যাম্বুলেন্স পাঠিয়ে গুরুতর আহত অবস্থায় ঐ শ্রমিককে উদ্ধার করে প্রথমে কেশিয়াড়ী গ্রামীন হাসপাতালে ও পরে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। ঘটনার তদন্তে নেমে গ্রামে গিয়ে পরিবারের সদস্য ও গ্রামবাসীদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ।তবে কি কারনে সনাতন আহত হয়েছেন সে বিষয়ে এখনো সন্দিহান পুলিশ। এটি নিছকই কোন দুর্ঘটনা না এর পেছনে খুনের বিষয় রয়েছে তা জানতে সনাতনের জ্ঞান ফেরার অপেক্ষায় পুলিশ।