পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের কাঁথিতে স্বাস্থ্য সচেতন শিবির
পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের কাঁথি বিজ্ঞান কেন্দ্রের অায়োজনে অাজ দেশপ্রাণ ব্লকের অযোধ্যাপুর বাজারে স্বাস্থ্য সচেতনতা শিবিরের অংশ হিসেবে শতাধিক মানুষকে হ্যান্ড স্যানিটাইজার,মাস্ক,হ্যান্ড ওয়াশ সহ বিভিন্ন স্বাস্থ্য সামগ্রী বিতরণ করা হয়। পরে পৃথক একটি অনুষ্ঠানে দুঃস্থ কিছু মানুষজনকে লুঙ্গি, ধুতি,ত্রিপল সহ অন্যান্য ত্রাণ সামগ্রী প্রদান করা হয়। বিজ্ঞান মঞ্চের কাঁথি শাখার সভাপতি ডাঃ সুনীত জানা,সম্পাদক কৃষ্ণপদ পঞ্চাধ্যায়ী,সৌমিত্র সামন্ত,দোলোন জানা,জয়দেব পণ্ডা প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া প্রাক্তন সহকারী সভাধিপতি মামুদ হোসেন, শিক্ষক সুতনু মাইতি, সমাজসেবী সঞ্জিত দাস, তাপস মিশ্র, তরুণ মাইতি, অমল ভূঞ্যা,দিলীপ চন্দ,বাপ্পা খুঁটিয়া,পিন্টু দত্ত প্রমুখ বিশিষ্ট সমাজসেবীগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। প্রাক্তন প্রধান শিক্ষক মামুদ হোসেন জানান দেশপ্রাণ ব্লকের বিভিন্ন এলাকায় অামফান দুর্যোগ কবলিত এলাকায় জলদূষণ ও পরিবেশ দূষণ মুক্ত করা সহ করোনা স্বাস্থ্য বিধি সম্পর্কে মানুষকে সচেতন করতে এই রকম স্বাস্থ্য সুরক্ষা শিবিরের অায়োজন করা হবে।