জেলা
রাস্তায় বেড়ানো গাড়ি গুলিতে মাকিং স্টিকার লাগানো শুরু হলো পশ্চিম মেদিনীপুরের
পশ্চিম মেদিনীপুর : পুলিশ সুপার দিনেশ কুমারের নির্দেশ মতো বুধবার বিকাল থেকেই পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন প্রান্তে ট্রফিক পুলিশের পক্ষ থেকে রাস্তায় বের হওয়া গাড়ি গুলিতে মার্কিং স্টিকার লাগানো শুরু হল ৷ রাস্তায় বের হওয়া বিভিন্ন গাড়ি গুলিতে মার্কিং স্টিকার লাগিয়ে পুলিশ কর্মীরা প্রতি বের হওয়াতে একটি করে দাগ দিচ্ছেন স্টিকারে ৷ দিনে কতোবার কেনো বের হচ্ছে তা স্টিকার লেখা থাকছে ৷ বারবার বিভিন্ন অজুহাতে বের হলেই আটক করে আইনী ব্যাবস্থা নেওয়া হবে ওই ব্যাক্তির বিরুদ্ধে ৷ জেলা জুড়ে এই কাজ চলবে আগামী কয়েকদিন ধরে ৷