গল্প ও কবিতা
বর্ষ বরন
স্বপন সরদার
বর্ষে বর্ষে বিষিয়ে গিয়ে
সরষে দেখছি চোখে,
করোনার ভয়ে ভূবন ভরেছে
বলছে বিশ্ব লোকে!
পলেতে পলেতে বাড়ছে মৃত্যু
নিত্য ধরার ধূলায়
বাঙালি মজেছে মহৎসবে
বৈশাখী পহেলায়?
উৎসব তার সব কেড়ে নেবে
নাহলে সজাগ সহজে,
সামনে পিছনে মড়ক মজেছে
কি ভাবে সে নেবে জগজে?
চেনা চীন তার সীমানায় লাগা
বকখে বাঙলাদেশে!
মৃত্যু সেথায় নিত্য লাফায়ে
করছে সর্ব শেষ!
ঐ হুঁশিয়ারি নিতে দ্বিধা তারি
রয়েছে আত্ম ভাবে
মারন মোড়োক জাগাবে চড়ক
যেদিন শমসান সিদ্ধি খাবে!
এই যে বোশাখ পুড়ে হবে খাকক্
বিভঙ্গ নাচ থামাও!
কি ভাবকি হবে জীবন বাঁচাবে
তা নিয়ে মাথাটি ঘামাও!—-