দূরদৃষ্টি

আপনার প্রতিভাকে স্যালুট, প্রনাম,ও সালাম

নিউজ সারাদিনের দূরদৃষ্টি পাতাটি পাঠকের নিজস্ব মতামতের জন্য, পাঠকের নিজস্ব মতামত লেখার জন্য দায়ী নয় নিউজ সারাদিন কর্তৃপক্ষ।

স্বনামধন্যা লেখিকা মহাশ্বেতা দেবীর আশির্বাদ পেয়েছেন মৃত্যুঞ্জয় সরদার মহাশয় । ওনার মত একজন স্বনামন্যা লেখিকার আপনি স্নেহধন্য হতে পেরেছেন ।তার বাড়িতে গিয়ে তার সঙ্গে কত কথা আলাপ আলোচনা গল্প করতে পেরেছেন, আপনার লেখালেখি তাকে দেখাতে পেরেছেন দীর্ঘদিন ধরে। তিনি আপনার পাশে দাঁড়িয়েছেন এটা আমি ও রাজ্যের মানুষ সোশ্যাল নেটওয়ার্ক এ news সারাদিনের পোর্টাল news খবরে , ও আর্থিক লিপি পত্রিকায় খবরের কাগজে আজকের news আজকের সম্পাদকীয় কলমে মৃত্যুঞ্জয় সরদারের লেখা প্রকাশিত খবর মারফত জানতে পেরে আপনাকে স্যালুট জানাই , আমার ছবি আঁকা, হস্ত শিল্প, আবৃত্তি ম্যাজিক ,তবলা,ও গান শেখানোর ছাত্র ছাত্রীরা ও আমার সমাজ সচেতনের বাউল গানের অসংখ্য ভক্তবৃন্দ যাদের news সারাদিনের পোর্টাল news ও আর্থিক লিপিতে আপনার লেখা পেপার কাটিং করে খবরটি পোস্ট করলাম তারা প্রত্যেকেই মৃত্যুঞ্জয় সরদার বাবু আপনাকে প্রনাম ও সালাম জানিয়েছে । কারণ এমন সৌভাগ্য সকলের ভাগ্যে হয় না এই থেকেই বোঝা যায় আপনার প্রতিভা লেখালেখি কেও মহাশ্বেতা দেবী সম্মান করতেন। এটা আপনার সাংবাদিকতা ও লেখালেখির জীবনে সব চেয়ে বড় পুরস্কার। তার আশির্বাদ পেয়েছেন বলেই আপনার কলমের কালির দাগে ভাষায় লেখা সংবাদের news এবং সকল লেখা মানুষের কাছে প্রশংসার সঙ্গে গ্রহণযোগ্য হতে পেরেছে বলে অনেকেই মনে করছেন। আপনাকে সন্তান স্নেহে তিনি দেখতেন এটা আপনার জীবনের বড় পাওয়া যেটা অনেকেরই কেন আমিও পাই নাই। মৃত্যুঞ্জয় সরদারের জন্য আমি গর্বিত । এই news টি আমি দেশের রাষ্ট্রপতি ভবনে, উপরাষ্ট্রপতি ভবন, প্রধানমন্ত্রী অফিস, রাজ্যের রাজ্যপাল রাজভবনে, নবান্ন মুখ্যমন্ত্রী দপ্তর , উচ্চ পদস্থ অফিসারদের কাছে আমার watsapp এর মাধ্যমে এবং বাংলাদেশ ও আমেরিকা ডেনমার্ক, জাপান, সহ whatsap এ অসংখ্য দেশ ও বিদেশের feiends এর কাছে। facebook এ publik post এ এবং আমার 3545 জন friends দেশ বিদেশের মানুষের কাছে পৌঁছে দিলাম post করে ।

আর আমি স্বপন দত্ত বাউল তারাপীঠে মায়ের পূজো ও মহাসসানে হোমযোগ্গ ও সাধনা করে জগতের মঙ্গল কামনা করি সবসময়। আমার তরফ থেকে তারামায়ের কাছে আপনার জন্য সবসময় শুভকামনা ও মঙ্গল কামনা রইলো আপনি এগিয়ে চলুন তারা মা আপনাকে রক্ষা করবেন ।আমি নিজে সাংবাদিক ও নিজের উদ্দোগে মানুষ কে বাঁচাতে নিঃস্বার্থ বাউলগানে ডেঙ্গু সচেতন করতে গিয়ে সুন্দরবনে আপনার এলাকায় আপনার বাড়ি গিয়ে দেখে এসেছি ।আমি দেখেছি বাড়ি ঘর সব ভগ্ন দশা । আপনার অনেক অভাব অনটন এর মাঝেও আপনি পিছিয়ে পড়েন নি এটা জানবেন আপনি সুন্দরবনের দেবী বনবিবি দেবীর কৃপা পেয়েছেন ।তাই ঈশ্বর আপনার সহায় সবসময়। আপনি অনেক বড় হয়ে সুস্থ ও সুরক্ষিত থেকে দুবেলা দুমুঠো ভাত খেতে যেন পান সংসারের সকলকে নিয়ে । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর সম্মানিত বাউল শিল্পী হয়ে আমি আশা রাখব সরকারের পক্ষে ও আপনার জেলা প্রশাসনের পক্ষে সকল sir রা যেন আপনার সুখ ও দুক্ষের পাশে দাঁড়ান।কারণ আপনি যে মহামারি করোনা যুদ্ধের একজন সৈনিক সাংবাদিক রূপে , তাই আপনার পাশে সকলেরই দাঁড়ানো ও আপনাকে রক্ষা করা উচিত বলে আমি মনে করি । আপনি যেন সাধনা করে আপনার কাজ লেখালেখি করে যেতে পারেন এই কামনা আমি তারা মায়ের কাছে করছি এবং সবসময় সকলের মঙ্গল কামনা তারা মায়ের কাছে করি ও করব ।।। ইতি —— বহুমুখী প্রতিভায় সম্মানীত স্বপন দত্ত ( নিঃস্বার্থ বিনাপারিশ্রমিকে রাজ্যের সেরা সমাজ সচেতনের লোক শিল্পী বাউল এবং সাংবাদিক রুপে সম্মানীত 30 বছর ধরে ফ্রীলান্সার সাংবাদিক ) [ ভারতের রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি , প্রধানমন্ত্রী, রাজ্যের রাজ্যপাল, মুখ্যমন্ত্রী, বাংলাদেশ, আমেরিকা, ওয়ার্ল্ড কালচার ফেস্টিভেল দিল্লী , ভারতের রাষ্ট্রীয় অধিবেশনে এ আশির্বাদ ধন্য ও প্রসংশিত শিল্পী ]

Related Articles

Back to top button