গ্রামের পাতায়
যুবকদের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধের অভিযান
পাটাশপুর ২ নং ব্লকের পঁচেট ৪ নং অঞ্চল যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ডেঙ্গু সচেতনতা ও ডেঙ্গু প্রতিরোধ অভিযান । আজকে সকাল থেকে পঁচেট ৪ নং অঞ্চল যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে যুব তৃণমূল কংগ্রেসের কর্মিরা পঁচেট অঞ্চল এলাকায় বিভিন্ন যায়গায় জমে থাকা জলে ফিনাইল ও বিচিং ছড়ায়। এই দিন সকাল থেকে পঁচেট বাজার এলাকা, পঞ্চায়েত অফিস,স্কুল,ব্যঙ্ক, এবং নিমজা বাজার ও নিমজা প্রাথমিক বিদ্যালয় কাছে জমে থাকা জলে ফিনাইল ও বিচিং ছড়ানো হয়। এছাড়াও এই দিন পথচলতি মানুষকে ডেঙ্গু নিয়ে সচেতন করা হয় এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন পঁচেট ৪ নং অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি ও পঞ্চায়েত সমিতির সদস্য নিলমাধব দাস আধিকারী, পঁচেট ৪ নং অঞ্চল যুব তৃণমূল কংগ্রেস সভাপতি সন্তু মাইতি, অঞ্চল ছাত্র যুব সভাপতি প্রদীপ মাইতি এছাড়া যুব তৃণমূল কংগ্রেস সদস্য আবু তালেব, সুদিপ দাস ও অতনু দাস প্রমুখ।