রাজ্য

কল সারাতে মিস্ত্রি আসবে, স্কুল ছুটি দিয়ে বিতর্ক বাড়ালেন প্রধান শিক্ষক

ফরাক্কা: স্কুল বন্ধের নির্দেশ থাকা সত্ত্বেও স্কুল খোলা রেখে বিতর্ক বাড়িয়েছিল একটি সরকারি স্কুল। আর এবার স্কুল খোলার নির্দেশ থাকার পরও স্কুল বন্ধ রেখে ফের তৈরি হল বিতর্ক। শুধু তাই নয়, এক প্রকার পড়ুয়া ও অভিভাবকরা স্কুলে এসে হয়রানির শিকার হতে হল। মুর্শিদাবাদের ফরাক্কা ব্লকের ২২নং কেন্দুয়া প্রাথমিক স্কুলের ঘটনা। এই ঘটনায় রীতিমতো ক্ষোভ প্রকাশ করছেন ছাত্রছাত্রীর অভিভাবকেরা।

অভিভাবকদের অভিযোগ, সরকারি নির্দেশ অনুযায়ী সকালে স্কুল খোলার কথা। কিন্তু ফরাক্কা ব্লকের ২২ নং কেন্দুয়া প্রাথমিক স্কুলে জলের পাইপলাইনের কাজ ও অন্যান্য জলের কাজ করার জন্য সকালে স্কুল বন্ধ রেখে তা ১১ টা থেকে খোলার সিদ্ধান্ত নেন প্রধান শিক্ষক। তবে জলের কাজ করার জন্য মিস্ত্রি ১১ টার পর আসবে বলে জানা যায়। সেই কারণে স্কুল বন্ধ রাখা হয়। তবে খবরটি অভিভাবকদের জানানো হয়নি বলে অভিযোগ। যার কারণে স্কুলে এসেও ফিরে যেতে হয় ছোট শিশুদের।

 

শপথ নিলেন সাহাবুদ্দিন চুপ্পু, নির্বাচনের আগে বাংলাদেশ পেল নতুন রাষ্ট্রপতি

 

যদিও, প্রধান শিক্ষক সন্দীপ দাবি, তিনি ফরাক্কা চক্র স্কুল পরিদর্শক দীপান্বিতা কুন্ডুকে মৌখিকভাবে জানিয়েছেন। পাশাপাশি ১১টা থেকে স্কুল খুলবে এ বিষয়টিও দীপান্বিতা কুন্ডুকে জানানো রয়েছে। প্রসঙ্গত, আজ থেকে খুলেছে সকল স্কুল। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী, ২ মে থেকে রাজ্যের স্কুলগুলিতে গরমে ছুটি পড়ার কথা ছিল। কিন্তু চৈত্রের শেষ থেকেই প্রবল গরম পড়তে শুরু করে। তাপপ্রবাহের জেরে গত কয়েক দিনে তা চরমে পৌঁছেছিল। এই পরিস্থিতি ছাত্র-ছাত্রীদের সুরাহা দিতে ১৭ এপ্রিল, সোমবার থেকে স্কুল বন্ধ রাখার কথা ঘোষণা করা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। তবে পরিস্থিতি একটু স্বাভাবিক হতেই আজ থেকে খুলে গেল স্কুল। এই মরসুমে রাজ্যের স্কুলগুলিতে গরমের ছুটি পড়বে ২ মে থেকে।

Related Articles

Back to top button