দূরদৃষ্টি

বাবা ত্রিলোকেশ্বর শিব মন্দির নির্মাণ করে এলাকার মা ও বোনেদের ইচছাপূরণ প্রদীপ রহমানের

—- আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বাউল শিল্পী ও সাংবাদিক রূপে সম্মানিত স্বপন দত্ত বাউল ….

 

জনগনই ভোট দিয়ে পৌরোপতি , পঞ্চায়েত প্রধান কমিশনার, মন্ত্রী, মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী নির্বাচিত করেন, অনেক আশা নিয়ে , মনের ইচ্ছা নিয়ে, কারণ যাকে তারা ভোট দিয়ে জিতিয়ে রাজা তৈরি করলো ভোটে জেতালো, সে তাদের জন্য মানুষের মঙ্গলের জন্য কাজকরে মানুষের মনের ইচছা পূরণ করবে এই আশায়। কিন্তূ বাস্তবে সেটা সবসময় হয় কি ? না হয় না ! অনেকেই মানুষের জন্য কোনো কাজ না করায় মানুষের মনের ইচছা গুলো পূরণ নাহয়ে শুধুমাত্র মনের মধ্যেই থেকে যায়। তবে এর ব্যতিক্রম অনেকেই আছেন । তারই মধ্যে আছেন যেমন পূর্ব বর্ধমানের ১৮ নম্বর পৌরসভার ওয়ার্ডের কমিশনার প্রদীপ রহমান । জাত ধর্মের ভেদাভেদ নাকরে ভিন্ন ধর্মের মানুষ হয়েও প্রদীপ রহমান কয়েকবছর আগেই ভেবে ছিলেন যে ভাতছালা বাঁকার মাঠ নবদয় পল্লীতে একটা শিব মন্দির থাকলে ভালো হত । দেখুন ঈশ্বরের কি লীলাখেলা ওই এলাকার মহিলারা মা ও বোনেরা , মেয়েরা তাদের পিয় কমিশনার প্রদীপ বাবুকে সকলে মিলেই একদিন বলেন যে আমাদের মনের খুব ইচছা যে এই ভাতচালা বাঁকারমাঠে একটা যদি শিব মন্দির হত তাহলে মেয়েদের শিবের মাথায় জল ঢালতে আর দূরে যেতে হয় না । শ্রাবণ মাসে , শিবরাত্রি তে, ও নীলের ঘরে বাতি দেওয়া তে মেয়েদের খুব সুবিধা হত।। সেই কথা শুনে প্রদীপ রহমান ভাবলেন তাইতো আমিই তো প্রথম ভেবেছিলাম এই এলাকায় একটা শিব মন্দির হলে ভালো হত। বাবা ভোলা মহেশ্বর মহাদেব যে কার হাত দিয়ে নিজে প্রতিষ্ঠালাভ করে পুজো নেবেন সেটা তারই লীলাখেলা। অন্য ধর্মের মানুষ প্রদীপ রহমান হয়েও ধর্মের ভেদাভেদ না করে মানব সেবাই পরম ধর্ম স্বামী বিবেকানন্দ ও লালন ফকির লালন সাঁই জির আদর্শ অনুসরণ করে ,ভাতচালা বাঁকারমাঠে বাবা ত্রিলোকেশ্বর নামে একটি সুন্দর শিব মন্দির করে এলাকার মা বোনেদের মনের ইচছা পূরণ করে আশির্বাদ পেলেন। তবে প্রদীপ বাবু বলেন সকল মানুষের সকল রকম সাহায্য আর স্বয়ং শিব ভোলা মহেশ্বর মহাদেবের যদি আশির্বাদ না পেতাম আমি এই শিব মন্দির নির্মাণ করতেই পারতাম না । প্রদীপ রহমানের সুন্দর মনের আশ্চর্য প্রদীপের আলোয় আলোকিত হয়ে বাবা ত্রিলোকেশ্বর শিব প্রতিদিন পূজিত হচ্ছেন ওই এলাকার নিত্যসেবা কর্মরত পুরোহিত পার্থপ্রতিম রায় মহাশয়ের হাতে ও এলাকার মা বোনেরা মেয়েরা মনের আনন্দে শিবের মাথায় জল ঢেলে পুজো করছেন , নীলের উপস করে শিবের পুজো করে শিবের মন্দিরে নীলের বাতি দিচ্ছেন , কি অপূর্ব লীলা ! ভোলা মহেশ্বরের কাকে দিয়ে কখন মহাদেব যে কি করান তার লীলা বোঝা বড় ভার । জাতি ধর্ম ভেদাভেদ না করে পৌর কমিশনার প্রদীপ রহমানের এই অমর কৃতি যুগযুগ ধরে অক্ষর অমর হয়ে থাকবে । ভাতছালা বাঁকারমাঠের সকল মা বোন মেয়েদের মুখে একটাই কথা প্রদীপ রহমানের উদার মনের মানুষ বলেই শিব মন্দির তৈরিকরে মহিলাদের শিবের মাথায় জল ঢালার অসুবিধা দূর করে এলাকায় ত্রিলোকেশ্বর শিব মন্দির তৈরি করে মা ও বোনেদের মনের ইচছা পূরণ করলো ।।

Related Articles

Back to top button