দূরদৃষ্টি

করোনা আক্রান্তদের সেবায় সাদা নিয়োজিত”রেড ভলেন্টিয়ার্স”টিম কে অদিতির ৫০০০ টাকা দান জন্ম দিনে।

উত্তম দে, বড় জোড়া,বাঁকুড়া:সারা দেশ- রাজ্যের সাথে বাঁকুড়া জেলার বিভিন্ন প্রান্তে বামপন্থী”রেড ভলেন্টিয়ার্স”টিম কাজ করে চলেছে করোনা মারন ভাইরাস এর দ্বিতীয় ঢেউ এ আক্রান্ত রোগীদের। দিবা রাত্রি আক্রান্ত রোগীদের সেবায় নিয়োজিত তারা নিজেদের জীবন বাজি রেখে।এই রেড ভলেন্টিয়ার্স টিম কে মজবুত করেছে বামপন্থী (সি.পি. আই. এম) ছাত্র সমাজ।

এই রকম রেড ভলেন্টিয়ার্স টিম বড় জোড়া তে সারা ব্লক ব্যাপী কাজ করে চলেছে করোনা আক্রান্ত রোগীদের সেবায় যেখানে সারা দেশ- রাজ্য জুড়ে কেন্দ্রীয় সরকারের ও রাজ্য সরকারের স্বাস্থ্য ব্যবস্থা র চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে তারা ব্যার্থ,অথচ ছাত্র সমাজ কে নিয়ে তৈরি এই সিপিআইএম এর রেড ভলেন্টিয়ার্স টিম পৌঁছে গেছে একে বারে গ্রাম গঞ্জের প্রতিটি করোনা আক্রান্ত পরিবারের পাশে বড় জোড়া রেড ভলেন্টিয়ার্স টিম এর কর্মীদের মতো।

আর এই কাজের জন্য”রেড ভলেন্টিয়ার্স টিম” সারা দেশে ও রাজ্যের ছাত্র সমাজ এর নজর কেড়েছে। ছাত্র সমাজ এগিয়ে আসছে রেড ভলেন্টিয়ার্স টিম এর পাশে দাঁড়াতে তাদের জন্ম দিনের আড়ম্বতার খরচ বাঁচিয়ে সেই টাকা রেড ভলেন্টিয়ার্স টিম এর হাতে তুলেদিয়ে।এই রকম এক অনন্যা নজির তৈরী করলো আজ দুর্গাপুর এর বাসিন্দা অদিতি সেনগুপ্ত।

অদিতি পাঞ্জাবে টেলিকমিউনকেশনস বিভাগের দ্বতীয় বর্ষের ছাত্রী। এখন সে বাড়ি এসেছে। আজ ছিলো তার ২১ তম জন্ম বার্ষিকী।কিন্তু সে তার জনমদিন পালনের আড়ম্বরতা বাদ দিয়ে বাঁকুড়া জেলার বড় জোড়া রেড ভলেন্টিয়ার্স টিম কে ৫০০০ টাকা দান করে।এই দান তুলে দেয় বড় জোড়া রেড ভলেন্টিয়ার্স টিম এর পক্ষে সুজয় চৌধুরী ও অর্ণব রায় এর হাতে। অভিজ্ঞ মহল মনে করছেন অদিতির এই ৫০০০ টাকা দান যতসামান্য হলেও সমাজের অর্থলোভী,বিলাসবহুল ও মানুষের রক্ত শোষক দের মুখে ঝামা ঘষে দিয়েছে ছাত্র সমাজ এর প্রতিনিধি হিসাবে সেই সঙ্গে কেন্দ্রীয় ও রাজ্য সরকারেরও।

Related Articles

Back to top button