খেলাধুলা

অর্শদীপের থেকে পার্পল ক্যাপ কেড়ে নিলেন সিরাজ

কলকাতা: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের চলতি মরসুমে এখনও অবধি ৩৩টি ম্যাচ হয়েছে। ৩১ মার্চ শুরু হয়েছে এ বারের আইপিএল। আগামী মে মাসের ২৮ তারিখ অবধি চলবে ভারতের এই কোটিপতি লিগ। আইপিএল (IPL) চলাকালীন সকল ক্রিকেট প্রেমীরা কমবেশি নজর রাখেন পয়েন্ট টেবলে। পাশাপাশি পার্পল ক্যাপ ও অরেঞ্জ ক্যাপেও নজর থাকে। আইপিএলের প্রত্যেক মরসুমেই সব থেকে বেশি উইকেট নেওয়া বোলার পেয়ে থাকেন পার্পল ক্যাপ (Purple Cap)। চলতি আইপিএলে হাড্ডাহাড্ডি লড়াই চলছে বোলারদের মধ্যে। এ বারের বেগুনি টুপি আপাতত রয়েছে মহম্মদ সিরাজের দখলে। আজ, সোমবার রয়েছে হায়দরাবাদ বনাম দিল্লির (SRH vs DC) ম্যাচ।

 

ফের পাকিস্তানে জারি হবে সেনার শাসন? আর্থিক সঙ্কটের মাঝেই চরম আশঙ্কা প্রাক্তন প্রধানমন্ত্রীর

 

 

১) রবিবার রাজস্থানের বিরুদ্ধে ৪ ওভার বল করে ৩৯ রান দিয়ে ১টি উইকেট নিয়েছেন আরসিবির মহম্মদ সিরাজ। তাতেই তিনি অর্শদীপ সিংকে টপকে পার্পল ক্যাপ দখল করেছেন। এখনও অবধি ৭টি ম্যাচে খেলে ২৮ ওভারে ২০১ রান খরচ করে ১৩টি উইকেট নিয়েছেন সিরাজ।

২) আরসিবিরি মহম্মদ সিরাজ ও পঞ্জাব কিংসের অর্শদীপ সিংয়ের উইকট সংখ্যা এখন ১৩টি। ৭ ম্যাচে ২৫ ওভারে ২০৪ রান দিয়ে ১৩টি উইকেট সংগ্রহ করেছেন পঞ্জাব কিংসের তরুণ পেসার।

৩) পার্পল ক্যাপের লড়াইয়ে তিন নম্বরে রয়েছেন গত বারের আইপিএল রানার্স দলের সদস্য যুজবেন্দ্র চাহাল। গত আইপিএলে পার্পল ক্যাপ পেয়েছিলেন তিনি। এ বার এখনও অবধি ৭ ম্যাচে ২৮ ওভার বল করে ২২৬ রান খরচ করে ১২ টি উইকেট নিয়েছেন চাহাল।

৪) এই তালিকায় ৪ নম্বরে রয়েছেন গত আইপিএলের চ্যাম্পিয়ন দলের সদস্য রশিদ খান। চলতি আইপিএলে রশিদ এখনও অবধি ৬টি ম্যাচে খেলে মোট ২৪ ওভার বল করে ১৯৯ রান দিয়ে ১২টি উইকেট নিয়েছেন।

৫) পার্পল ক্যাপের দৌড়ে সিএসকের তুষার দেশপান্ডে রয়েছেন ৫ নম্বরে। ৭টি ম্যাচে খেলে ২৫.২ ওভার বল করে ২৭৮ রান দিয়ে ১২টি উইকেট নিয়েছেন তুষার।

৬) পার্পল ক্যাপের দৌড়ে ছয় নম্বরে রয়েছেন মার্ক উড। এখনও অবধি চলতি আইপিএলে ৪ ম্যাচে ১৬ ওভার বল করে ১৩০ রান দিয়ে ১১টি উইকেট নিয়েছেন উড।

৭) সিএসকের তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাডেজাও এই তালিকায় রয়েছেন। ৭ নম্বরে থাকা জাড্ডু এখনও অবধি ৭ ম্যাচে খেলে ২৪ ওভার বল করে ১৭৬ রান দিয়ে ১০টি উইকেট নিয়েছেন।

৮) মহম্মদ সামি চলতি আইপিএলে ৬টি ম্যাচে খেলে ২৩ ওভার বল করে ১৮৫ রান দিয়ে ১০টি উইকেট নিয়েছেন। তিনি রয়েছেন পার্পল ক্যাপের দৌড়ে ৮ নম্বরে।

৯) এই তালিকার নয় নম্বর স্থানে রয়েছেন কলকাতা নাইট রাইডার্সের বরুণ চক্রবর্তী। ৭ ম্যাচে খেলে তিনি ২৫.৪ ওভার বল করে ২১২ রান দিয়ে ১০টি উইকেট নিয়েছেন তিনি।

১০) পার্পল ক্যাপের লড়াইয়ে ১০ নম্বরে রয়েছেন আরসিবির হর্ষল প্যাটেল। তিনি চলতি আইপিএলে এখনও অবধি ৭ ম্যাচে খেলে ২৫.৪ ওভার বল করে ২৫১ রান দিয়ে ১০টি উইকেট নিয়েছেন।

Related Articles

Back to top button