রাজ্য

নবদ্বীপ বাস স্ট্যান্ড থেকে কলকাতা ধর্মতলা পর্যন্ত সরকারি বাস পরিষেবার শুভ সূচনা করলেন বিধায়ক


শ্যামল রায় ,নবদ্বীপ:নবদ্বীপ বাস স্ট্যান্ড থেকে ধর্মতলা পর্যন্ত সরকারি বাস যাতায়াত করবে। সোমবার সাতসকালে সরকারি বাস যাতায়াত এর শুভ সূচনা করেন স্থানীয় বিধায়ক পুন্ডরীকাক্ষ সাহা। উপস্থিত ছিলেন নবদ্বীপ পৌরসভার প্রশাসক তথা প্রাক্তন চেয়ারম্যান বিমান কৃষ্ণ সাহা সহ অনেকে।সরকারি বাস যাতায়াতের উদ্বোধনকালে বিধায়ক পুন্ডরীকাক্ষ সাহা বলেন যে লকডাউন চলাকালীন ট্রেন বন্ধ। আনলক এক শুরু হবার পর পর বহু মানুষজন তাদের বিশেষ প্রয়োজনে ঘর থেকে বের হয়েছেন এবং বেসরকারি বাস পথে যাতায়াত করতে। কিন্তু নবদ্বীপ থেকে কলকাতা পর্যন্ত সরাসরি বাস যোগাযোগ ছিল না। এদিন সরকারি বাস যাতায়াত এর শুভ সূচনা লগ্নে যাত্রীদের ভীষণ সুবিধা হবে। সকাল দশটার মধ্যে কলকাতা ধর্মতলায় বাসটি পৌঁছে যাবে। এর ফলে উপকৃত হবেন যাত্রীসাধারণ। তবে সামাজিক দূরত্ব বজায় রেখে মুখে মাস্ক পরিধান করে হাতে স্যানিটাইজার নিয়ে বাসে যাতায়াত করতে হবে এমনটাই জানানো হয়েছে বাস কর্তৃপক্ষের তরফ থেকে।এই প্রথম চৈতন্য ভূমি নবদ্বীপ ধাম বাসইসটান থেকে সরকারি বাস যাতায়াত করল। অনেকেই বলছেন নবদ্বীপ থেকে কৃষ্ণনগর হয়ে 34 নম্বর জাতীয় সড়ক ধরে কলকাতায় বাসটি যাতায়াত করলে অদূর ভবিষ্যতেও যাত্রীদের অনেক সুবিধা হবে তাই ট্রেন চলাচল করলেও বাসটি যেন নিয়মিতভাবে যাতায়াত করে তার জন্য যাত্রীদের তরফ থেকে দাবি রাখা হয়েছে বিধায়কের কাছে। সরকারি বাস যাতায়াত করে খুশি যাত্রীসাধারণ ও শহরবাসী।

Related Articles

Back to top button