ভ্রমন

এক বাঙালির অন্নপূর্ণা জয়, সেই শৃঙ্গেই নিখোঁজ আরেক ভারতীয়, চলছে তল্লাশি

কাঠমান্ডু: একদিকে বাংলার জন্য গর্বের দিন। অন্নপূর্ণা শৃঙ্গ জয় করলেন বাঙালি কন্যা পিয়ালি বসাক। সোমবার সকাল ৮টা ৫০ মিনিটে পৃথিবীর দশম উচ্চতম শৃঙ্গ (৮ হাজার ৯১ মিটার) জয় করেন তিনি। অন্য়দিকে অন্নপূর্ণা শৃঙ্গ জয়ে বেরিয়ে পর্বতেই নিখোঁজ হলেন এক ভারতীয়। গতকাল সকাল থেকেই খোঁজ মিলছে না রাজস্থানের কিষাণগড়ের বাসিন্দা ৩৪ বছর বয়সী অনুরাগ মালুর। অন্নপূর্ণা শৃঙ্গের ক্যাম্প ৩ থেকে নামার পথেই তিনি নিখোঁজ হন।

সেভেন সামিট ট্রেকের চেয়ারম্যান মিংমা শেরপা সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন, সোমবার সকালে অন্নপূর্ণা ক্যাম্প ৩ থেকে নামার সময় নিখোঁজ হন অনুরাগ। ৮ হাজার মিটারের বেশি উচ্চতার ১৪ টি চূড়া আরোহণ ও সেভেন সামিট জয়ের জন্য রওনা দিয়েছিলেন মালু। হিমালয়ান টাইমস নিউজপেপারের প্রতিবেদন অনুযায়ী, রাষ্ট্রপুঞ্জের সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোল নিয়ে সচেতনতা প্রচারের জন্যই এই শৃঙ্গ জয়ের পরিকল্পনা ছিল তাঁর। শৃঙ্গ জয় করে পরিবেশ সচেতনতার বার্তা দিতে চেয়েছিলেন তিনি।

 

কুয়োয় পড়ে রয়েছে ‘বন্ধু’ বিড়াল, ছুটে এল বাঁদর

 

শেরপা জানিয়েছেন, “মালু নিখোঁজ হওয়ার অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা তাঁর খোঁজ শুরু করি। তবে সন্ধ্যা পর্যন্ত আমরা তাকে খুঁজে বের করতে পারিনি।” মঙ্গলবারও মালুর খোঁজ করা হবে বলে জানিয়েছেন তিনি। মালুকে রেক্স করমবীর চক্রে ভূষিত করা হয়েছিল। প্রসঙ্গত, অন্নপূর্ণা পৃথিবীর দশম সর্বোচ্চ পর্বতশৃঙ্গ। সমুদ্রপৃষ্ঠ থেকে এই শৃঙ্গ ৮,০৯১ মিটার উচ্চতায় অবস্থিত। অনেক বাধা বিপত্তি পেরিয়ে এই শৃঙ্গ জয় সম্ভব।

 

 

Related Articles

Back to top button