ভ্রমন

এক লাফে ৩ গুণ বৃদ্ধি পেল পর্যটকের সংখ্যা কোভিড কাটিয়ে, হিমাচল প্রদেশ দেখছে লাভের মুখ

নিজস্ব সংবাদদাতা : করোনা অতিমারি কাটিয়ে এক লাফে ৩ গুণ বৃদ্ধি পেল হিমাচল প্রদেশে পর্যটকের সংখ্যা।পরিসংখ্যান বলছে, চলতি বছরের ৩১ অক্টোবর পর্যন্ত পর্যটকের সংখ্যা বেড়েছে ৩ গুণ। রাজ্যের পর্যটন বিভাগের তথ্য অনুযায়ী, ১ জানুয়ারি থেকে ৩১ অক্টোবর পর্যন্ত রাজ্যে পর্যটক এসেছেন প্রায় দেড় কোটি। তার মধ্যে বিদেশি রয়েছেন প্রায় ২৯ হাজার জন। তার আগের বছর ৪১ লক্ষ পর্যটককে স্বাগত জানিয়েছিল হিমাচল। তার মধ্যে জুন মাসে ছিল প্রায় ২৬ লক্ষ।

জানুয়ারি মাসে ছিল সবথেকে কম ৭ লক্ষ। এর মধ্যে কুলু, লাহৌল এবং স্পিতি জেলায় পর্যটকদের আগমন বেড়েছে অনেকটাই। ১৩০৫৮ ফুট উঁচু অটল টানেল থেকে রোটাং পাসে ভিড় করেছেন পর্যটকরা। বিভিন্ন হোটেল কর্তৃপক্ষের দাবি, সোশ্যাল মিডিয়ার কারণে বিভিন্ন অফ বিট স্পটেও বর্তমানে ভিড় করছেন সাধারণ মানুষ। আগামী ডিসেম্বর থেকে জানুয়ারি পর্যটকদের ভিড় লেগে থাকবে মানালিতেও এমনটাই আশা করছেন হিমাচল প্রদেশের পর্যটন বিভাগ।

Related Articles

Back to top button