রাজ্য

কল্যাণ মঞ্চে উঠতে দেননি এবার বিস্ফোরক তৃণমূল বিদায় সাংসদ

লোকসভা ভোটে এবার টিকিট পাননি অপরূপা। তাঁর বদলে ব্রিগেডের জনগর্জন সভা থেকে আরামবাগে তৃণমূলের প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে মিতালী বাগের নাম। আর এবার মিতালীর সমর্থন তৃণমূল সুপ্রিমোর জনসভার মঞ্চে খোদ বিদায়ী সাংসদকেই উঠতে না দেওয়ার অভিযোগ কল্যাণের বিরুদ্ধে। উল্লেখ্য, এর আগে নিজের লোকসভা কেন্দ্র শ্রীরামপুরের প্রচার পর্বে দলেরই তারকা বিধায়ক কাঞ্চন মল্লিককে গাড়ি থেকে নামিয়ে দিয়েছিলেন কল্য়াণ। সেই নিয়েও কম বিতর্ক হয়নি। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার বিদায়ী সাংসদ অপরূপা অভিযোগ তুললেন কল্যাণের বিরুদ্ধে।

অপরূপা যে ‘তফসিলি-সংখ্যালঘু বিরোধী’ বলে কল্যাণকে আক্রমণ করেছেন, সেই নিয়েও পাল্টা দিয়েছেন তৃণমূল নেতা। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সাফ বক্তব্য, “তফসিলি, সংখ্যালঘু… এসব আমার বিরুদ্ধে বলে কোনও লাভ নেই। সহানভূতি পাওয়ার জন্য যারা এসব বলে, তারা সস্তার কথা বলে। তফসিলি ও সংখ্যালঘুদের জন্য আমি কী করি, সেটা আমার ভোটাররা জানেন। এঁরা ব্যক্তিগত রাগ মেটাচ্ছেন।”

আরামবাগের বিদায়ী সাংসদের এই অভিযোগ প্রসঙ্গে যোগাযোগ করা হয়েছিল তৃণমূল নেতা শান্তনু সেনের সঙ্গেও। কারও নাম না করে তিনি স্মরণ করিয়ে দিয়েছেন, “প্রত্যেকের মনে রাখা উচিত, তৃণমূলে যতক্ষণ আছেন… নিজেকে যত বড় নেতাই ভাবুন, মমতা বন্দ্য়োপাধ্যায়ের ছবিটা সরে গেলে তিনি শূন্য। এটি অভ্যন্তরীণ বিষয়, অভ্যন্তরীণভাবেই মিটিয়ে নেওয়াই কাম্য।”

অপরূপা যে ‘তফসিলি-সংখ্যালঘু বিরোধী’ বলে কল্যাণকে আক্রমণ করেছেন, সেই নিয়েও পাল্টা দিয়েছেন তৃণমূল নেতা। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সাফ বক্তব্য, “তফসিলি, সংখ্যালঘু… এসব আমার বিরুদ্ধে বলে কোনও লাভ নেই। সহানভূতি পাওয়ার জন্য যারা এসব বলে, তারা সস্তার কথা বলে। তফসিলি ও সংখ্যালঘুদের জন্য আমি কী করি, সেটা আমার ভোটাররা জানেন। এঁরা ব্যক্তিগত রাগ মেটাচ্ছেন।”

এদিন অপরূপার বিস্ফোরক অভিযোগ শুনে পাল্টা দিয়েছেন শ্রীরামপুরের তৃণমূল প্রার্থীও। কল্যাণ বন্দ্যোপাধ্য়ায়ের অবশ্য বক্তব্য, ব্যক্তিগত আক্রোশ থেকেই এসব বলছেন অপরূপা। তিনি বলেন, “মুখ্যমন্ত্রীর নিরাপত্তারক্ষী একজন এসে অরূপ বিশ্বাসকে জিজ্ঞেস করল, উনি এসেছেন… তাঁকে অনুমতি দেওয়া হবে কি না। অরূপ বিশ্বাস তো কার সঙ্গে কথা বলে বললেন, না উনি আসতে পারবেন না। আমার এতে কী আসে যায়! আমার উপর ওঁদের ব্যক্তিগত আক্রোশ আছে, তাতে আমার কিছু করার নেই।”

এবার তৃণমূলের সভামঞ্চে খোদ বিদায়ী সাংসদকেই উঠতে না দেওয়ার অভিযোগ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। বুধবার আরামবাগের কালীপুর স্পোর্টস কমপ্লেক্সের মাঠে তৃণমূল প্রার্থী মিতালী বাগের সমর্থনে জনসভা করতে এসেছিলেন দলনেত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়। তার আগে কল্যাণ বন্দ্যোপাধ্য়ায় মঞ্চে বক্তব্য রাখছিলেন।

Related Articles

Back to top button