জীবিকা

ধূমপায়ীদের স্বস্তি! শুল্ক বৃদ্ধির প্রভাবে সামান্যই বাড়বে সিগারেটের দাম, বলছেন বিশেষজ্ঞরা

নিজস্ব সংবাদদাতা: ১ ফেব্রুয়ারি কেন্দ্রীয় বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। এই বাজেটে সিগারেটের উপর শুল্ক বাড়ানোর ঘোষণা করা হয়েছে। প্রায় ১৬ শতাংশ শুল্ক বাড়ানো হবে জানানো হয়েছে। ফলে দাম বাড়তে পারে সিগারেটের। আর তাতেই চিন্তার ভাঁজ পড়েছিল ধূমপায়ীদের কপালে। তবে বিশেষজ্ঞরা আশ্বস্ত করছেন, ১৬ শতাংশ শুল্ক বাড়ানোর ফলে সিগারেট পিছু দাম খুব একটা বাড়ছে না। বিশেষজ্ঞদের মতে, সিগারেটের কাঠি পিছু দাম বাড়বে ৭ থেকে ১২ পয়সা করে।

বিশেষজ্ঞরা জানিয়েছেন, ন্যাশনাল ডিজাস্টার কন্টিনজেন্ট ডিউটির (এনসিসিডি) এই ঊর্ধ্বমুখী সংশোধন ধূমপায়ীদের উপর নগণ্য প্রভাব ফেলবে এবং সংস্থাগুলি সহজেই এই ধাক্কাটি সামলে উঠতে পারে। কারণ এর ফলে মার্জিনের উপরও কোনও প্রভাব পড়তে পারে না। অর্থমন্ত্রী নির্মলা সীতারাম বুধবার ২০২৩-২৪ অর্থবর্ষের কেন্দ্রীয় বাজেটে সিগারেটের উপর শুল্ক সংশোধন করে প্রায় ১৬ শতাংশ করার প্রস্তাব করেছেন। তিনি সংসদে তার বাজেট বক্তৃতায় বলেছিলেন, “নির্দিষ্ট সিগারেটের উপর ন্যাচরাল ক্যালামিটি কন্টিনজেন্ট ডিউটি (এনসিসিডি) সর্বশেষ তিন বছর আগে সংশোধন করা হয়েছিল। এটি প্রায় ১৬ শতাংশ বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।”

এই শুল্কের হার বৃদ্ধির বিষয়ে ক্রিসিল রেটিংসের ডিরেক্টর আনন্দ কুলকার্নি বলেন,”সিগারেটের উপর এনসিসিডি-র উর্ধ্বমুখী সংশোধনের ফলে সিগারেট প্রস্তুতকারকদের মুনাফায় কোনও প্রভাব পড়বে বলে আশা করা যায় না। ১৫-১৬ শতাংশ বৃদ্ধির ফলে সিগারেটের ক্যাটাগরি (আকার, ফিল্টার ইত্যাদির উপর ভিত্তি করে) প্রতি স্টিকের দাম ৭-১২ পয়সা বাড়বে।”

২০২৩-২৪ অর্থবর্ষের বাজেট ঘোষণার পর ৭০ থেকে ৭৫ মিলিমিটারের দৈর্ঘ্যের ফিল্টার সিগারেটের ওপর আবগারি শুল্ক প্রতি ১০০০ স্টিকের জন্য ৫৪৫ টাকা থেকে বেড়ে ৬৩০ টাকা হবে। সেইরকমই ৬৫ মিলিমিটার থেকে ৭০ মিলিমিটারের দৈর্ঘ্যের ফিল্টার সিগারেটের ১০০০ টি স্টিকের ওপর আবগারি শুল্ক ৪৪০ টাকা থেকে বাড়িয়ে ৫১০ টাকা এবং ৬৫ মিলিমিটারের ফিল্টার সিগারেটের ক্ষেত্রে ৪৪০ টাকা থেকে বাড়িয়ে ৫১০ টাকা করা হবে। ৬৫ মিলিমিটারের দৈর্ঘ্যের ফিল্টারবিহীন সিগারেটের ক্ষেত্রে আবগারি শুল্ক ২০০ টাকা থেকে বাড়িয়ে ২৩০ টাকা করা হয়েছে এবং ৬৫ মিলিমিটার থেকে ৭০ মিলিমিটার দৈর্ঘ্যের সিগারেটের ক্ষেত্রে আবগারি শুল্ক ২৫০ টাকা থেকে বাড়িয়ে ২৯০ টাকা করা হয়েছে। তাই বিশেষজ্ঞরা মনে করছেন ধূমপায়ীদের অভ্যাসে কোনও প্রভাব ফেলবে না এই শুল্ক বৃদ্ধি। কারণ নগণ্য়ই বাড়বে সিগারেটে দাম। তবে এর ফলে সরকারের রাজস্বে অনেক লাভ হতে পারে।

Related Articles

Back to top button