রাজ্য

মমতার উদ্দেশ্যে হাতজোড় করলেন শুভেন্দু !প্রার্থনা করে কি বললেন বিরোধী দলনেতা

তিনি আত্মবিশ্বাসের সঙ্গে বলেন, সেটা হবেই। মাফলার জেলে গিয়েছে। হাওয়াই চটিও জেলে যাবে। কটাক্ষ করে তিনি বলেন, কটা দিন সময় পেল, একটু এসি ঘরে থাকুক। আর হেলিকপ্টারে করে ঘুরুক। তিনি এদিন ইন্ডিয়া ব্লককে কটাক্ষ করে বলেন, ইন্ডি জোটের পিন্ডি অনেকদিন আগেই চটকে গিয়েছে।

শুভেন্দু অধিকারী বলেন, প্রধানমন্ত্রী রাজ্যে প্রচারে এসে বলেছিলেন, যোগ্যদের পাশে রয়েছে বিজেপি। তাঁদের জন্য লিগাল সেল তৈরির কথাও বলেছিলেন প্রধানমন্ত্রী। সেদিনই সন্ধেয় এসএসসি বলে যোগ্য-অযোগ্য বেছে দিতে পারবে। তিনি বলে, মমতা বন্দ্যোপাধ্যায়ের মনোনীত এই এসএসসি হাইকোর্টে দেওয়া হলফনামায় যোগ্যদের তালিকা দেয়নি। অযোগ্যদের বাঁচাতে এই কাজ করা হয়েছিল বলে মন্তব্য করেন বিরোধী দলনেতা।

এসএসসির নিয়োগ দুর্নীতিতে হাইকোর্টের রায়ের ওপরে সুপ্রিম কোর্টের স্থগিতাদের নিয়ে প্রশ্ন করা হলে, বিরোধী দলনেতা বলেন, ওই নির্দেশ অন্তর্বর্তী। তিনি বলেন, মঙ্গলবারেই এসএসসি বলেছে, আট হাজার চাকরি বেআইনি ভাবে পাওয়া। তিনি বলেন, চাকরি খাওয়া কোনও বিষয় নয়।

বিরোধী দলনেতা মুখ্যমন্ত্রীকে নিশানা করে বলেন, কবিগুরু মারা গিয়েছিলেন, ১৯৪১-এ। কিন্তু মুখ্যমন্ত্রী একবার নেতাজি জন্ম জয়ন্তীতে রেডরোডে দাঁড়িয়ে বলেছিলেন, ১৯৪৭-এ রবীন্দ্র নাথ এসে গান্ধীজিকে ফলের রস খাইয়েছিলেন। মুখ্যমন্ত্রীর উদ্দেশে বিরোধী দলনেতা হাতজোড় করে বলেন, আপনি দয়া করে এই ভুলগুলো আর করবেন না।

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম জয়ন্তীতে শ্রদ্ধা জানাতে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বহন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করলেন বিরেআধী দলনেতা শুভেন্দু অধিকারী। তবে তিনি বলেন, আজকের দিনে বাংলা ও বাঙালির কাছে গর্বের দিন। এদিনের সকাল শুরু হয়েছে তাঁকে প্রণাম করে।

শুভেন্দু অধিকারীর মুখে এদিন উঠে এসেছে মঙ্গলবারের সুপ্রিম কোর্টের এসএসসির নিয়োগ দুর্নীতিতে হাইকোর্টের রায়ের ওপরে সুপ্রিম কোর্টের অন্তর্বর্তী স্থগিতাদেশের প্রসঙ্গ।

Related Articles

Back to top button