খেলাধুলা

লখনউয়ে ফের পুরান-কাহিনি! প্রাক্তনীকে নিয়েই মাথাব্যথা পঞ্জাবের

তিথিমালা মাজী: প্রথম মরসুমেই প্লে অফে পৌঁছেছিল। দ্বিতীয় মরসুমেও ছুটছে লখনউ সুপার জায়ান্টস (LSG vs PBKS)। লোকেশ রাহুলের নেতৃত্বাধীন দলটি নিজেদের খেলা চারটি ম্যাচে তিনটিতে জিতেছে। সিএসকে-র বিরুদ্ধে হোঁচট খেতে হয়েছিল। ধাক্কা সামলে পরের ম্যাচ থেকে ঘুরে দাঁড়িয়েছেন রাহুলরা। এ বার সামনে শিখর ধাওয়ানের পঞ্জাব কিংস (IPL 2023)। যারা আবার প্রথম দুটি ম্যাচ জেতার পর শেষ দুটি ম্যাচে হেরে গিয়েছে। শনিবাসরীয় ডাবল হেডারের দ্বিতীয় ম্যাচে লখনউ বনাম পঞ্জাব। লখনউকে তাদেরই ঘরের মাঠে হারিয়ে জয়ের ফেরার পথ খুঁজতে হবে ধাওয়ানদের। নয়তো পিছনে পড়ে থাকতে হবে এ বারও।

আইপিএলে দুটি দল মাত্র একবারই মুখোমুখি হয়েছে। সে বার জিতেছিল লখনউ। হোম টিমের মিডল অর্ডারে ভরসা মার্কাস স্টইনিস, নিকোলাস পুরানরা। আইপিএলের দ্রুততম অর্ধশতরান পুরানের দখলে। পুরানের স্পিন সামলানোর ক্ষমতা এবং দুর্দান্ত ফর্মে, দুইয়ে মিলে আগুন ঝরাতে তৈরি। অধিনায়ক লোকেশ রাহুলও ভরসা দিচ্ছেন। তবে দলটির শক্তি বোলিং ব্রিগেড। মার্ক উড, রবি বিষ্ণোইরা ধারাবাহিকভাবে উইকেট নিচ্ছেন। অমিত মিশ্রার অভিজ্ঞতা দলের সম্পদ। লখনউয়ের শেষ হোম ম্যাচে চমকে দিয়েছিলেন ক্রুণাল পান্ডিয়া। হায়দরাবাদের বিরুদ্ধে তিন উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাট হাতেও অবদান রাখেন।

 

 

 কল আছে, জলের দেখা নেই, জানেই না জেলা পরিষদ

 

 

মিডল অর্ডারের সমস্যায় ভুগছে পঞ্জাব কিংস। অধিনায়ক শিখর ধাওয়ানের ব্যাট চলেনি গত ম্যাচে। তবে রানের মধ্যে রয়েছেন তিনি। স্যাম কারানের উপর অত্যধিক প্রত্যাশার চাপ। অনভিজ্ঞ ক্রিকেটারের ভিড় দলটিতে। টপ অর্ডারে বড় স্কোর গড়ার ক্ষমতা রয়েছে প্রভসিমরন সিংয়ের। কয়েকটি ম্যাচে তার ঝলক পাওয়া গিয়েছে। পেস-স্পিন দুইয়ের বিরুদ্ধে স্বচ্ছন্দ তিনি। বোলিং বিভাগের শক্তি কাগিসো রাবাডা এবং অর্শদীপ সিং। এ যাবৎ ৬টি উইকেট নিয়েছেন অর্শদীপ। নতুন বলে দ্রুত উইকেট নিচ্ছেন ধারাবাহিকভাবে। লখনউয়ের বিরুদ্ধে লিয়াম লিভিংস্টোনের মাঠে নামার অপেক্ষার অবসান হতে পারে। একাদশে ভানুকা রাজাপক্ষের জায়গা নিতে পারেন তিনি।

Related Articles

Back to top button