আত্মাশুদ্ধি

শিবরাত্রির পরের দিনের অমাবস্যায় জাগ্রত কালীমন্দিরের বার্ষিক পুজোর মাহাত্ম্য

প্রতিবেদন, তনুশ্রী গুহঃ কালী ঠাকুর যিনি শক্তির দেবী রুপে পূজিত এবং তার আরাধনায় ভক্তেরা সবসময় আরাধনায় মেতে থাকে। তেমনি এক চিত্র পরিলক্ষিত হয় কোচবিহার জেলার এক বাড়ির কালীপুজোয়। গুহ বাড়ির কালীপূজো যেটির মাহাত্ম্য বিশেষ মাত্রায় এবং মা কালী খুবই জাগ্রত। প্রসঙ্গত উল্লেখ্য যে এই জাগ্রত কালী ঠাকুরের মন্দিরে এবং বার্ষিক পুজোয় দূর দূরান্ত থেকে ভক্তরা আসেন মায়ের দর্শন করতে। কথিত আছে যে, মা কালীর এই রূপ স্বপ্নে পাওয়া এবং কালী ঠাকুরের এই রুপ বিশালাক্ষী রূপে পূজিত।

মায়ের পুজোয় মায়ের রূপের দর্শন করতে ভক্তেরা দূর দূরান্ত থেকে যেমন আসেন ঠিক তেমনি মায়ের পুজো আরাধনায় ব্রতী থাকেন আগত ভক্তরা। কালী ঠাকুরকে শক্তির দেবী রূপে সকলে যেমন পুজো করেন তেমনি কালী ঠাকুরকে জগতের মা রূপে ভক্তি দিয়ে ডাকেন তার ভক্তরা। মায়ের সাথে সন্তানের যেমন থাকে মনের সম্পর্ক ঠিক তেমনি কালী ঠাকুরকেও নিজের মা রূপেই পুজো করেন এই মন্দিরে আগত ভক্তরা এবং এই বাড়ির সকল সদস্য- সদস্যারা।।

 

Related Articles

Back to top button