দূরদৃষ্টি

জামশেদপুরে সবুজ বাংলা সোসাইটি’র রুটি ব্যাংকের সূচনা

জামশেদপুর: সামাজিক সংগঠন সবুজ বাংলা সোসাইটি’র  তত্ত্বাবধানে মঙ্গলবার রুটি ব্যাংকের  সূচনা করা হল। সংগঠনের কর্ণধার শ্রীমতি মৌসুমী দাস জানালেন বিগত কয়েকমাসের লক ডাউনে গরিব লোকেদের সামনে খাবারের সমস্যা উপন্ন করে হয়েছে।  যারা দিন আনে দিন খায় তাঁদের দুবেলা খাবারের সমস্যা হচ্ছে।

স্টেশন, মন্দিরের আসে পাশে অনেক গরিব লোকেরা অভুক্ত থাকছে তাঁদের কাছে স্থায়ী ঠিকানা নেই যার জন্যে রেশন ও পাচ্ছে না তাঁরা। সেই সব মানুষদের মুখে অন্ন তুলে দেওয়ার জন্যে মঙ্গলবার থেকে রুটি ব্যাংকের সূচনা করা হল। প্রত্যেকদিন জামশেদপুরের বিভিন্ন স্থানে শতাধিক লোকের মুখে অন্ন তুলে দেওয়া হবে বলে জানালেন মৌসুমী দাস। মঙ্গলবার জামশেদপুরের টাটা নগর স্টেশন এর কাছে শতাধিক লোকের হাতে খাবারের প্যাকেট তুলে দেওয়া হয়। ভাস্কর দাস, শুক্লা মুখার্জী, শুক্লা ব্যানার্জী, অনুপ ভট্টাচার্যী মন্টু মাইতি, কমলেশ উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button