রাজ্য

চৈতন্য ভূমি নবদ্বীপ শ্মশান ঘাটে মাইক্রোফোনে শ্রী ভাগবত গীতার শোলক প্রচার


শ্যামল রায় ,নবদ্বীপ:চৈতন্য বমি নবদ্বীপ শ্মশান ঘাটে নদীয়া জেলা সহ বর্ধমান হুগলি পুরুলিয়া মুর্শিদাবাদ ২৪ পরগনা উত্তর ২৪ পরগনা জেলা থেকে প্রচুর মৃতদেহ সৎকার করতে এখানে নিয়ে আসেন। মহাপ্রভু চৈতন্য জন্ম ভূমিতে মৃতদেহ সৎকার করলে পুণ্য লাভ হবে এই আশায় সকলেই মরাদেহো নবদ্বীপে নিয়ে আসেন বৈদ্যুতিক চুল্লি তে শব দাহ করতে। তাই এই শ্মশান ঘাট এর গুরুত্ব অপরিসীম। মরাদেহের সাথে যারা শ্মশান যাত্রী আসেন তাদের উদ্দেশ্যে শশান ঘাটে মাইক্রোফোনের ব্যবস্থা করেছেন একজন ব্যবসায়ী বিশিষ্ট সমাজসেবী। ব্যবসায়ী সমিতির দেবাশীষ দত্ত এই শ্মশানঘাটের সব যাত্রীদের জন্য মাইক্রোফোনে শ্রী ভগবত গীতার শোলক সবসময় প্রচার হবে এরকম  ৮টি মাইক্রোফোন দান করেছেন তিনি। শনিবার জানা গিয়েছে মাইক্রোফোনের উদ্বোধনে ছিলেন স্থানীয় বিধায়ক পুন্ডরীকাক্ষ সাহা এবং নবদ্বীপ পৌরসভা প্রসাশক বিমান কৃষ্ণ সাহা সহ অনেকে। পুন্ডরীকাক্ষ সাহা বক্তব্য রাখতে গিয়ে বলেছেন যে চৈতন্য ভূমি নবদ্বীপে অনেকেই মরা দেহ সৎকার করতে আসেন। সব যাত্রীরা যাতে শ্রী ভাগবত গীতার শোলক শুনতে পান তার জন্য এই ব্যবস্থা করেছেন একজন ব্যবসায়ী তিনি তাকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন।

Related Articles

Back to top button