রাজ্য

শনিবার গণেশ চতুর্থী উপলক্ষে পুজো হল বাড়িতে বাড়িতে

শনিবার গনেশ পূজা উপলক্ষে বাড়িতে বাড়িতে শুক্রবার চলছিল গণেশবন্দনার প্রস্তুতি। তবে করোনা আবহে এবার দেশজুড়েই গণপতি বন্দনার ছবিটা একদম অন্যরকম। অনেক পুজো কমিটি করোনার কারণে এই বছর গণেশ পুজো বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন। যাঁরা পুজো করবেন তাঁরা একেবারেই সাদাসিদে ভাবে পুজো হবে বলে জানিয়ে ছিলেন। গনেশ পুজো মানেই মহারাষ্ট্র! দশ দিনের জাঁকজমক করে পুজো করা হয়। বাড়িতেও ধুমধাম করে পালিত হয় এই চতুর্থী। দেশের বিভিন্ন জায়গায় পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলার তমলুকে ও বাড়িতে বাড়িতে পালিত হল গণেশ পুজো। অন্যান্য বছর গণেশ পূজো উপলক্ষে বাড়িতে যেভাবে ধুমধাম করে অনুষ্ঠান হতো সেভাবে অনুষ্ঠান না হলেও পুজোর নিয়ম বিধি মেনে সল্প পরিসরে পালিত হল পুজো।

Related Articles

Back to top button