MY CATAGORY

অতিরিক্ত ত্রাণ সাহায্য চেয়ে মোদীকে চিঠি জ়েলেনস্কির

নয়া দিল্লি: রাশিয়া-ইউক্রেন যুদ্ধ (Russia-Ukraine War) আবহেই ভারত সফরে এসেছে ইউক্রেনের মন্ত্রী। চারদিনের সফরে সোমবারই ভারতের মাটিতে পা রাখেন সেদেশের ডেপুটি বিদেশমন্ত্রী এমিনি জ়াপোরোভা (Emine Dzhaparova)। তাঁর সফরকালেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মন্ত্রীকে (Narendra Modi) চিঠি লিখেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জ়েলেনস্কি (Volodymyr Zelensky)। চিঠিতে তিনি অতিরিক্ত ত্রাণ সাহায্য়ের জন্য অনুরোধ করেন মোদীকে।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এই প্রথম ইউক্রেন প্রশাসনের কেউ ভারতে এসেছেন। বিদেশ মন্ত্রকের সচিব ও প্রতিমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ হয় এমিনির। গতকাল এই সাক্ষাতের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশে প্রেসিডেন্ট জ়েলেনস্কির লেখা একটি চিঠি মীনাক্ষী লেখির হাতে তুলে দেন এমিনি।

 

বিরুষ্কার মেয়েকে ধর্ষণের হুমকি, অভিযুক্তকে নিয়ে বড় রায় আদালতের

 

 

বুধবার বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ওষুধ ও মেডিক্যাল সরঞ্জামের মতো অতিরিক্ত ত্রাণ সাহায্যের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে অনুরোধ করেছেন এমিনি।

Related Articles

Back to top button