রাজ্য

অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বাড়ি ঘেরাও করবেন বলছিলেন চাকরিহারারা উত্তর দিতে গিয়ে একি বললেন বিজেপি প্রার্থী

হাইকোর্টের নির্দেশে ২০১৬ সালে প্যানেল বাতিল হওয়ার পর চাকরিহারা তমলুকের ধরনা মঞ্চ বেঁধে আন্দোলন করতে করছেন। চাকরিহারাদের আশঙ্কা সুপ্রিম কোর্টের রায়ে হয়ত তাঁদের চাকরি যেতে পারে। আন্দোলনে শিক্ষক ও শিক্ষাকর্মী ছাড়াও রাজ্য প্রাথমিক শিক্ষক সমিতি এবং রাজ্য মাধ্যমিক শিক্ষক সমিতি যোগ দিয়েছে। রয়েছেন চাকরিহারাদের পরিবারের সদস্যরাও। সেই মঞ্চ থেকেই গতকাল হুঁশিয়ারি দিয়েছিলেন তাঁরা।

এরপর আজ তমলুকের সভা থেকে পদ্মপ্রার্থী বলেন, “শেওড়া বা নিম গাছের ভূত। যাঁরা টাকা দিয়ে চাকরি পেয়েছে, তাদের চাকরি তো যাবেই।” তিনি এও বলেন, “আমি বা শুভেন্দু অধিকারী চাকরি খাইনি। চাকরি খেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।” এর পাল্টা জবাব দিয়েছে প্রাথমিক শিক্ষক সমিতি সভাপতি মইদুল ইসলাম ও রাজ্য যুব তৃণমূল সহ সভাপতি পার্থ সারথী মাইতি।

দু’দিন অতিক্রান্ত। তমলুকে ধরনায় বসে রয়েছেন চাকরিহারারা। মঙ্গলবারই তাঁরা জানিয়েছিলেন, যদি হারানো চাকরি ফেরত না পান তাহলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বাড়ি ঘেরাও করবেন বলেও হুঁশিয়ারি দিয়েছিলেন। এবার সেই প্রসঙ্গেই মুখ খুললেন প্রাক্তন বিচারপতি।

Related Articles

Back to top button