খেলাধুলা

আইপিএলের মাঝেই টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের দল ঘোষণা অস্ট্রেলিয়ার

সিডনি: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের দল ঘোষণা ক্রিকেট অস্ট্রেলিয়ার (Cricket Australia)। ৭ জুন ওভালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। দেড় মাস আগেই ফাইনালের জন্য দল ঘোষণা করে ফেলল ক্রিকেট অস্ট্রেলিয়া। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল আর অ্যাসেজের প্রথম দুটো টেস্টের জন্য ১৭ জনের দল ঘোষণা করেছে অজি ক্রিকেট বোর্ড। এ বারই প্রথম বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে (WTC Final) খেলতে দেখা যাবে অস্ট্রেলিয়াকে। প্রথম সংস্করণে চ্যাম্পিয়ন হয়েছিল নিউজিল্যান্ড। ফাইনালে ভারতকে হারিয়ে বিশ্বসেরা হয়েছিল কিউয়িরা। ভারতের কাছে বিশ্বসেরা হওয়ার সুযোগ আবারও এসে গিয়েছে (Australia Squad)। কয়েক মাস আগেই ভারত সফরে এসে পর্যুদস্ত হয়েছে অস্ট্রেলিয়া। টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে সেই বদলা নিতে চান স্মিথরা। ৭ জুন ওভালে ফাইনালের পর এজবাস্টন (১৬ থেকে ২০ জন) আর লর্ডসে (২৮ জুন- ২ জুলাই) ইংল্যান্ডের বিরুদ্ধে পরপর দুটো টেস্ট খেলবে অস্ট্রেলিয়া ক্রিকেট দল।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে দলে এসেছেন ডেভিড ওয়ার্নার। চোটের কারণে ভারত সফরে শেষ কয়েকটা টেস্টে দেখা যায়নি ওয়ার্নারকে। যদিও সীমিত ওভারের ক্রিকেটে খেলেছিলেন তিনি। এই মুহূর্তে ভারতে আইপিএল খেলছেন ওয়ার্নার। চার বছর পর অস্ট্রেলিয়ার টেস্ট দলে ডাক পেলেন মিচেল মার্শ। আইপিএলে দুরন্ত ফর্মে রয়েছেন অজি অলরাউন্ডার। ওয়ানডে আর টি-টোয়েন্টিতে মার্শ খেললেও, টেস্ট দলে ব্রাত্য ছিলেন। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে রাখা হয়েছে তাঁকে। চার পেসারকে স্কোয়াডে রেখেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

 

 ‘উনি বিজেপি বিধায়ক, তবে নিখোঁজের বিষয়টি গুরুতর’, মুকুল নিয়ে বললেন মমতা

 

 

 

পিটার হ্যান্ডসকম্ব, অলরাউন্ডার অ্যাস্টন অ্যাগার, স্পিনার মিচেল সোয়েপসন, ম্যাট কুহনেম্যানকে দলে রাখেনি ক্রিকেট অস্ট্রেলিয়া। ফেব্রুয়ারি-মার্চে ভারত সফরে খেলতে এসেছিলেন এই চার ক্রিকেটারই।

একনজরে দেখে নেওয়া যাক, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের জন্য অস্ট্রেলিয়ার ১৭ জনের স্কোয়াড:

প্যাট কামিন্স (অধিনায়ক), স্টিভ স্মিথ (সহ অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, মার্নাস লাবুশানে, ট্রেভিস হেড, অ্যালেক্স ক্যারে, স্কট বোল্যান্ড, ক্যামেরন গ্রীন, মার্কাস হ্যারিস, উসমান খোয়াজা, জস ইংলিস, মিচেল মার্শ, ম্যাথু রেনশ, জস হ্যাজেলউড, টড মার্ফি, নাথান লিয়ঁ, মিচেল স্টার্ক।

Related Articles

Back to top button