MY CATAGORY

কালো ধোঁয়ায় ঢাকে গোটা এলাকা, হাওড়ার প্লাস্টিক কারখানায় বিধ্বংসী আগুন

হাওড়া: একটি প্লাস্টিক কারখানায় আগুন। হাওড়ার ঘুসুড়ির নস্কর পাড়ায় একটি প্লাস্টিক কারখানায় আগুন ঘিরে চাঞ্চল্য ছড়াল। দমকলের তিনটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কী থেকে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। ঘনবসতিপূর্ণ এলাকা থাকায় আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা ছিল। তবে তা রোখা সম্ভব হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভোরে ঘুসুড়ির ওই প্লাস্টিক কারখানার ভিতর থেকে ধোঁয়া বের হতে দেখেছিলেন স্থানীয় বাসিন্দারা। তাঁরা প্রথমটায় বিষয়টা সেভাবে বুঝতে পারেননি। ভেবেছিলেন কাজ হচ্ছে। মুহূর্তের মধ্যেই দাউ দাউ করে জ্বলতে থাকে কারখানার পিছনের দিক। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। প্রাথমিকভাবে স্থানীয় বাসিন্দারাই বাড়ি থেকে বালতি-গামলা করে জল এনে ঢালতে থাকেন। কিন্তু দাহ্য পদার্থ থাকায় আগুন ছড়িয়ে পড়তে থাকে দ্রুত। খবর দেওয়া হয়। তবে ঘনবসতিপূর্ণ এলাকার সংকীর্ণ রাস্তা দিয়ে গাড়ি ঢুকতে অসুবিধা হয়। তারপরে জলের ব্যবস্থা করা হয়।

এমনিতেই ঘিঞ্জি এলাকা হাওড়া। প্লাস্টিক কারখানার আগুন দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা ছিল। স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় অত্যন্ত তৎপরতার সঙ্গে সেই আগুন রোখা সম্ভব হয়েছে। কী থেকে আগুন লেগেছে, তা এখনও স্পষ্ট নয়। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, কোনও শর্ট সার্কিটের জেরেই আগুন লেগেছে

এই খবরটিও পড়ুন

‘গুরুতর বিষয়ে নজর দিন’, শিক্ষগত যোগ্যতা নিয়ে রাজনৈতিক ইস্যু বানানোয় বিরক্ত শরদ পাওয়ার

 

 

স্থানীয় এক বাসিন্দা বলেন, “কারখানার পিছন থেকে ধোঁয়া বেরোচ্ছিল। আমরাই প্রথমে সবাই বাড়ি থেকে জল এনে ঢালতে থাকি। কিন্তু আগুন ছড়াচ্ছিল। ওই কারখানা সমস্ত নিয়ম কানন মানে কিনা, সেই বিষয়টাও দেখার রয়েছে। তবে এলাকার মধ্যে এই কারখানা সত্যিই ভয়ের।”

Related Articles

Back to top button