স্বাস্থ্য ও শিক্ষা

কোভিড সংক্রমণ বাড়ছে মাস্ক পরা বাধ্যতামূলক করল এই রাজ্যগুলি

নয়াদিল্লি: গত কয়েক সপ্তাহ ধরেই দেশে বাড়ছে করোনাভাইরাসের সংক্রমণ বাড়ছে। দেশে সক্রিয় রোগীর সংখ্যাও ৩০ হাজার পার করেছে। যদিও আক্রান্ত বাড়লেও পরিষেবার জন্য হাসপাতালগুলি তৈরি হয়েছে বলে আশ্বস্ত করেছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী। তবে করোনাভাইরাসের নতুন সাব ভ্যারিয়েন্ট এই কোভিড সংক্রমণের পিছনে রয়েছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। কিন্তু তা খুব মারাত্মক প্রাণঘাতী নয় বলেই মত বিশেষজ্ঞদের। কিন্তু এই পরিস্থিতিতে রাজ্যগুলি ফের কোভিড বিধির উপর জোর দিচ্ছে। মাস্ক পরার উপর জোর দেওয়ার পাশাপাশি কোভিডের টিকার বুস্টার ডোজ নিয়েও নতুন করে উদ্যোগ নেওয়া হচ্ছে।

হরিয়ানা- কোভিডের সতর্কতা হিসাবে প্রকাশ্য স্থানে মাস্ক পরা বাধ্যতামূলক করেছে হরিয়ানা সরকার। বাচ্চাদের কথা ভেবে সে রাজ্যের স্কুলগুলিতেও মাস্ক বাধ্যতামূলক করা হয়েছে। সে রাজ্যের স্বাস্থ্য দফতরের তরফে হরিয়ানাবাসীর কাছে আবেদন করা হয়েছে কোভিড সংক্রান্ত বিধিনিষেধ পালনের জন্য। তা লাগুর জন্য নজরদারিও চালানো হচ্ছে।

কেরল- দেশের মধ্যে এখন সবথেকে বেশি আক্রান্ত হচ্ছে কেরলে। রবিবার দক্ষিণ ভারতের এই রাজ্যে ১৮০০ পার করেছিল দৈনিক সংক্রমণ। এই রাজ্যেও বাধ্যতামূলক করা হয়েছিল মাস্ক পরা। কেরলের স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ সে রাজ্যের কোভিড পরিস্থিতি নিয়ে উচ্চ পর্যায়ের একটি বৈঠকও করেছেন। বয়স্ক ও রোগ রয়েছে এমনদেরই বেশি মৃত্যু হচ্ছে বলে জানানো হয়েছে সে রাজ্যের তরফে।

পুদুচেরি- পুদুচেরি প্রশাসনও প্রকাশ্যেস্থানে মাস্ক পরা বাধ্যতামূলক করেছে। হোটেল, হাসপাতাল, মদের দোকান, রেস্তোরাঁ, সিনেমা হলের মতো জায়গাতেও মাস্ক পরা বাধ্যতামূলক করেছে পুদুচেরি।

উত্তর প্রদেশ- কোভিড নিয়ে সতর্ক উত্তর প্রদেশও। বিদেশ থেকে যে সমস্ত উড়ানে যাত্রীরা আসবেন, তাঁদের স্ক্রিনিংয়ে জোর দেওয়ার কথা জানিয়েছে উত্তর প্রদেশ সরকার। জিনোম সিকোয়েন্সিংয়ের উপর জোর দেওয়া হয়েছে।

দিল্লি- দিল্লিতেও দৈনিক সংক্রমণ অনেকটা বেড়েছে। সেখানে করোনা পরীক্ষায় জোর দেওয়া হয়েছে। পাশাপাশি হাসপাতাল গুলিকেও প্রস্তুত থাকতে বলা হয়েছে।

Related Articles

Back to top button