স্বাস্থ্য ও শিক্ষা

‘মহামারী এখনও শেষ হয়নি’, সতর্কবার্তা দিয়ে ৮ রাজ্যকে চিঠি কেন্দ্রের

নয়া দিল্লি: মহামারী (Panademic) এখনও শেষ হয়নি। আমাদের সতর্ক থাকতে হবে। ফের কোভিডের (Covid-19) বাড়বাড়ন্ত নিয়ে এমনই সতর্কবার্তা দিল কেন্দ্র। শুধু সতর্কবার্তা দেওয়া নয়, ৮টি রাজ্যকে কোভিড নিয়ন্ত্রণের ব্যাপারে বিশেষ নজরদারি চালানোরও নির্দেশ দেওয়া হয়েছে। এব্যাপারে ইতিমধ্যে ৮টি রাজ্যকে চিঠি দিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ (Rajesh Bhushan)।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক সূত্রে খবর, গোটা দেশেই কোভিড গ্রাফ ঊর্ধ্বমুখী। তবে ৮টি রাজ্যে কোভিড পজিটিভিটির হার ১০ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে। কোভিডে মৃতের সংখ্যাও বেড়েছে। যা যথেষ্ট উদ্বেগজনক। এই ৮টি রাজ্যের মধ্যে রয়েছে, উত্তরপ্রদেশ, তামিলনাড়ু, রাজস্থান, মহারাষ্ট্র, কেরল, হরিয়ানা এবং দিল্লি। শুক্রবার এই রাজ্যগুলিকে সতর্কবার্তা দিয়ে চিঠি দিলেন কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ।

চিঠিতে কী বার্তা দিলেন স্বাস্থ্য সচিব? ৮ রাজ্যকে দেওয়া চিঠিতে কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ কোভিড নিয়ে সতর্কবার্তা দিয়ে লিখেছেন, “মহামারী এখনও চলে যায়নি। যে কোনও স্তরে শিথিলতার বিরুদ্ধে আমাদের অবশ্যই সতর্ক হতে হবে। যাতে মহামারী নিয়ন্ত্রণের সমস্ত চেষ্টা বিফলে চলে না যায়।”

এই খবরটিও পড়ুন

‘চাপে পড়ে বৈঠকে বসেছে’, মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে মহামিছিলের ডাক DA আন্দোলনকারীদের

 

যদিও এখনও পর্যন্ত করোনা রোগীর হাসপাতালে ভর্তির এবং মৃত্যুর হার অনেকটাই কম। তবে যে রাজ্য এবং জেলাগুলিতে সংক্রমণের সংখ্যা বৃদ্ধি পেয়েছে, সেখানে গোষ্ঠী সংক্রমণের সম্ভাবনা রয়েছে বলে উদ্বেগ প্রকাশ করেছে কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব। তাই কোভিড-পরীক্ষার হার বাড়ানো এবং কোভিড-বিধির উপরই জোর দিয়েছেন তিনি। চিঠিতে রাজেশ ভূষণ লিখেছেন, “যে রাজ্য ও জেলাগুলিতে দৈনিক সংক্রমণ ও পজিটিভিটি হার বেশি, সেই রাজ্যগুলিতে কোভিড-ঢেউ নিয়ন্ত্রণ করতে অবিলম্বে পদক্ষেপ করতে হবে।”

যে ৮ রাজ্যে কোভিডের বাড়বাড়ন্ত শুরু হয়েছে, সেই রাজ্যগুলিতে কোভিড-টেস্টের হার বাড়ানো এবং পজিটিভ রোগীদের নমুনা জিনোম সিকোয়েন্সের জন্য ল্যাবরেটরিতে পাঠানোরও নির্দেশ দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুসারে, এদিন দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১১ হাজার ৬৯২ জন এবং সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৬৬ হাজার ১৭০।

Related Articles

Back to top button