খেলাধুলা

ক্রিকেট বোধই নেই, ১২ লক্ষ টাকা মাইনে! ফের ব্যঙ্গ-বিদ্রুপের ঝড় পাক ক্রিকেটে

করাচি: ২০১৬ ও ২০১৯ সালে দু’দফায় পাকিস্তান টিমের কোচ ছিলেন মিকি আর্থার গ্রিন আর্মি তাঁর কোচিংয়েই চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল। কিন্তু ২০১৯ সালের বিশ্বকাপে খারাপ পারফরম্যান্সের জন্য ছাঁটাই হয়েছিলেন মিকি। তাতে কী, সেই মিকিকেই পাকিস্তান টিমের ক্রিকেট ডিরেক্টর নিযুক্ত করা হয়েছে। গত কয়েক বছরে বাবর আজমের হাত ধরে পাক টিমের প্রত্যাবর্তন ঘটেছে। আন্তর্জাতিক ক্ষেত্রে আবার হারানো সম্মান ফিরে পেয়েছে গ্রিন আর্মি। কিন্তু বিতর্কও কম হয়নি। চলতি বছর ভারতে ওয়ান ডে বিশ্বকাপ। সেখানে ভালো পারফর্ম করাটাউই লক্ষ্য। আর সেই কারণেই মিকি আর্থারের মতো অভিজ্ঞ লোককে কোচিং টিমের মাথায় বসানো হয়েছে। যাতে টিমের পারফরম্যান্স কাটাছেঁড়া করে দ্রুত সাফল্যে ফেরাতে পারেন টিমকে। সেই মিকিকে নিয়োগের চব্বিশ ঘণ্টার মধ্যেই যে নয়া বিতর্ক, ব্যঙ্গ, বিদ্রুপ শুরু হয়ে যাবে, পিসিবির চেয়ারম্যান নাজম শেঠি  হয়তো ভাবেননি। কে আক্রমণ করলেন তাঁকে? কেন আক্রমণ করলেন,

মিকিকে নিয়োগ দেওয়া নিয়েই ক্ষোভ প্রকাশ করেছেন রামিজ রাজা। পিসিবির প্রাক্তন চেয়ারম্যান ছিলেন তিনি। কিন্তু পিচ বিতর্কে ও টিমের ধারাবাহিক খারাপ পারফরম্যান্সের কারণে রামিজকে সরিয়ে দায়িত্বে এসেছেন নাজম। রামিজ বলেছেন, ‘পিসিবির চেয়ারম্যানের ক্রিকেট সম্পর্কে কোনও ধারণাই নেই। ওকে কোনও ক্লাবের টিমের প্রথম একাদশেরও সামিল করা যাবে না। সেই লোকটা কিনা চালাচ্ছে পাকিস্তান ক্রিকেট। পিসিবি চালানোর জন্য কিনা ১২ লক্ষ টাকা মাইনে পাচ্ছে।’

 

 আতিকের সঙ্গে ছিল জঙ্গি যোগ? দুই ভাইকে শহিদের অ্য়াখ্যা দিয়ে হত্যার বদলা নেওয়ার হুমকি দিল আল কায়দা

 

 

এমনিতে পাকিস্তান টিমকে ঘিরে থাকে বিতর্ক। বাবর আজম নেতৃত্বের চাপ সামলাতে পারেননি গত কিছু ম্যাচে। যা নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয়েছে তাঁকে। পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটাররা দাবি তুলেছিলেন, নেতৃত্বে থেকে সরানো উচিত বাবরকে। যাতে তিনি ব্যাটিংয়ে মন দিতে পারেন। পিসিবি অবশ্য তেমন কোনও সিদ্ধান্ত নেয়নি। বরং বাবরকে ভরসাই দেওয়া হয়েছে। আসলে ওয়ান বিশ্বকাপের দিকে তাকিয়ে এখনই কোনও বড়সড় বদল চাইছে না পাক ক্রিকেট বোর্ড। যে কারণে বাবর ও তাঁর টিমের উপর আস্থা রাখা হচ্ছে। আর তাই মিকি আর্থারকে নয়া ক্রিকেট ডিরেক্টর হিসেবে নিয়োগ করা হয়েছে। তা নিয়েই যে বিতর্কের ঝড় বয়ে যাবে, নাজম ভাবেননি।

Related Articles

Back to top button