স্বাস্থ্য ও শিক্ষা

‘চুটিয়ে প্রেম করো’, ছাত্র-ছাত্রীদের ১ সপ্তাহের ছুটি দিচ্ছে কলেজ!

বেজিং: কলেজ কি শুধুই পড়াশোনা করার জায়গা? অল্পবয়সী যুবক-যুবতীরা একসঙ্গে ওঠা-বসা, ঘোরাফেরা করতে করতে তাদের মধ্য়ে তৈরি হয় বন্ধুত্বের সম্পর্ক। অনেক সময় প্রেমের সম্পর্কও গড়ে ওঠে। আর এটাই চাইছে সরকার। কলেজের ছাত্র-ছাত্রীরা যাতে প্রেমে পড়তে পারে, তার জন্য দেওয়া হচ্ছে এক সপ্তাহের ছুটিও। অবাক লাগলেও এটাই সত্যি। এমনটাই সিদ্ধান্ত নিয়েছে চিনের নয়টি কলেজ। এপ্রিল মাসে তারা পড়ুয়াদের এক সপ্তাহ সময় দিচ্ছে প্রেমে পড়ার জন্য। তবে এই সিদ্ধান্তের পিছনে রয়েছে গভীর কারণ। চিনে হু হু করে কমছে জন্মহার। সরকারের রাজনৈতিক পরামর্শদাতারা ইতিমধ্যেই জনসংখ্যা বাড়ানোর জন্য একাধিক পরামর্শ দিয়েছেন। তবে কোনওটিই সেভাবে কাজে দিচ্ছে না। এই পরিস্থিতিতেই চিনের বেশ কিছু কলেজ এই অভিনব পরিকল্পনা নিয়ে এসেছে। পড়ুয়াদের প্রেমে পড়ার জন্য এক সপ্তাহ ছুটি দেওয়া হচ্ছে। যদি পড়ুয়াদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে, তবে সন্তান জন্মগ্রহণের হারও ফের একবার বাড়তে পারে বলে আশা করা হচ্ছে।

এনবিসি নিউজের তথ্য অনুযায়ী, চিনের ফ্যান মেই এডুকেশন গ্রুপের ৯টি কলেজের মধ্যে অন্য়তম মিয়ান্য়াং ফ্লায়িং ভোকেশনাল কলেজ গত ২১ মার্চ বসন্তের ছুটি ঘোষণা করে। ওই ছুটি ঘোষণার সময়ই জানানো হয়েছিল,পড়ুয়ারা যাতে প্রেম করার সুযোগ ও সময় পায়, তার জন্য ১ এপ্রিল থেকে ৭ এপ্রিল অবধি ছুটি দেওয়া হচ্ছে।

কলেজের তরফে প্রকাশিত বিবৃতিতে বলা হয়, “এই সাতদিনের ছুটিতে পড়ুয়ারা নীল জল, সবুজ পাহাড় ও বসন্তের খোলা হাওয়া উপভোগ করবে বলে আশা করা হচ্ছে। এতে শুধুমাত্র পড়ুয়াদের অনুভূতির সীমাই বিস্তৃত হবে না, একই সঙ্গে ক্লাসরুমে পড়ানো বিষয়গুলি নিয়েও জ্ঞান আরও সমৃদ্ধ হবে।”
সাতদিনের ছুটিতে কলেজ পড়ুয়াদের বেশ কিছু হোমওয়ার্কও দেওয়া হয়েছে। এগুলি হল ডায়েরি লেখা, ব্যক্তিগত উন্নতির হিসাব রাখা এবং কোথাও ঘুরতে যাওয়ার ভিডিয়ো বানানো। এই সমস্ত প্রচেষ্টাই কর্মজীবনের সঙ্গে ব্যক্তিগত জীবনের ভারসাম্য আনা ও জন্মহার বাড়ানোর জন্য় করা হচ্ছে বলেই জানা গিয়েছে।

কলেজ পড়ুয়াদের প্রেমের জন্য সময় দেওয়ার পাশাপাশি সরকার আরও ২০টি পরামর্শ দিয়েছে জন্মহার বাড়ানোর জন্য। তবে বিশেষজ্ঞদের মতে, জনসংখ্য়ার হার কমানোই বর্তমানে সবথেকে কার্যকরী উপায়।

 

Related Articles

Back to top button