খেলাধুলা

চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে রিয়াল, ১৬ বছর পর সেমিতে এসি মিলান

কলকাতা: প্রথম লেগের ম্যাচ ২-০ গোলে জিতে এগিয়ে ছিল রিয়াল মাদ্রিদ (Real Madrid)। গতবারের চ্যাম্পিয়ন্স লিগ খেতাব জয়ী দলটি মঙ্গলবার রাতে দ্বিতীয় লেগের ম্যাচেও ২-০ গোলে হারিয়েছে চেলসিকে। দুই লেগ মিলিয়ে ৪-০ গোলে জয়। চ্যাম্পিয়ন্স লিগের (Champions League) সেমিফাইনালে পা রেখেছে স্প্যানিশ জায়ান্টরা। মঙ্গলবার রাতের ম্যাচে রিয়ালের হয়ে দুটি গোল করেন রড্রিগো। ম্যাচের দ্বিতীয়ার্ধে তাঁর জোড়া গোলে চেলসিকে ছিটকে দিয়ে শেষ চারে প্রবেশ করেছে রিয়াল। এমন দাপুটে জয়ে এখন থেকেই রিয়ালকে নিয়ে স্বপ্ন দেখতে শুরু করেছেন সমর্থকরা। একই দিনে নাপোলির স্বপ্ন ভেঙে দিয়ে ইউরোপ সেরার লড়াইয়ে শেষ চারে পা রেখেছে এসি মিলান (AC Milan)। দেড় দশকেরও বেশি সময় পর ইউরোপ সেরা হওয়ার স্বপ্ন দেখতে শুরু করেছে সিরি আ দলটি।  প্রতিবেদনে।

ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের চেলসি লড়াই করেছে। সুযোগও তৈরি করেছে বিস্তর। কিন্তু সেসব রিয়ালকে ছাপিয়ে যাওয়ার জন্য যথেষ্ট ছিল না। রিয়ালের জয়ের পিছনে গোলকিপার থিবো কোর্তোয়ার অবদানও যথেষ্ট। বেশ কয়েকবার নিশ্চিত গোলের হাত থেকে দলকে রক্ষা করেছেন কোর্তোয়া। ম্যাচের প্রথমার্ধ গোলশূন্য ছিল। দ্বিতীয়ার্ধের ৫৮ মিনিটে গোল করেন রড্রিগো। ৮০ মিনিটে ব্যক্তিগত ও দলের হয়ে দ্বিতীয় গোল করেন তিনি। তাতেই নিশ্চিত হয়ে যায় সেমির টিকিট।

 

হাল ফিরছে কি লালের! রামপুরহাট, চাঁচল, রায়দিঘির পর লাভপুরে শতাধিক তৃণমূলী সিপিএম-এ

 

মঙ্গলবার রাতে এসি মিলান ও নাপোলির ম্যাচটি ১-১ ড্র হয়। ম্যাচের ৪৩ মিনিটে গোল করে মিলানকে এগিয়ে দেন অলিভিয়ের জিরো। এরপর সংযুক্তি সময়ে ভিক্টর ওশিমেন গোল করলেও তা নাপোলির কাজে লাগেনি। প্রথম লেগের ম্যাচ ১-০ ব্যবধানে হেরেছিল মারাদোনার একসময়ের ক্লাব। দুই লেগ মিলিয়ে ২-১ ব্যবধানে হেরে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নিয়েছে নাপোলি।

Related Articles

Back to top button