স্বাস্থ্য ও শিক্ষা

জ্বর, কাশি ছাড়াও নতুন এই উপসর্গ দেখা যাচ্ছে কোভিড রোগীদের ক্ষেত্রে, দ্রুত চিকিৎসা শুরু করুন

ভারতে দ্রুত হারেই বাড়ছে করোনা। আপাতত আক্রান্তের সংখ্যা ৩৫ হাজার ছাড়িয়েছে। এবার কোভিডের লক্ষণেও বেশ কিছু পরিবর্তন এসেছে। যদিও কোনও লক্ষণই গুরুতর নয় কিন্তু সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী দেশে কোভিড পজিটিভিটির হার ৩ শতাংশের উপর রয়েছে। দেশে কোভিড যেভাবে বাড়ছে তাতে নতুন ভ্যারিয়েন্ট XXB.1.16-এই নতুন রূপটিকেই দায়ী করা হয়েছে। এবার শুধু বড়দের নয়, ছোটদের মধ্যয়েও দেখা দিচ্ছে কোভিডের উপসর্গ। যে কারণে তা চিকিৎসকদের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। বিভিন্ন হাসপাতালে কোভিড উপসর্গ নিয়ে বেশ কিছু শিশুও ভর্তি হয়েছে। এছাড়াও কোভিডে আক্রান্তদের মধ্যে এবার যে সব উপসর্গগুলি দেখা যাচ্ছে তা হল-

মাত্রাতিরিক্ত জ্বর ঠান্ডা লাগা কাশি ত্বকের কিছু সংক্রমণ এছাড়াও এবারের কোভিডে চোখের উপরও চাপ পড়ছে। মূলত কনজাংটিভাইটিসের লক্ষণ দেখা যাচ্ছে। চোখে ব্যথা হচ্ছে, চোখ লাল হয়ে যাওয়া, চোখে জ্বালা, জল পড়া এইসব লক্ষণও থাকে। ওমিক্রনের আগের ভ্যারিয়েন্টের থেকে এই ভ্যারিয়েন্ট অনেক বেশি ছোঁয়াচে। যে কারণে তা দ্রুত ছড়িয়ে পড়ছে। এছাড়াও এবারের কোভিডে গুরুতর অসুস্থতার কোনও লক্ষণ নেই। যা একদিক থেকে স্বস্তিদায়ক। তবে জ্বর, কাশি, সর্দি, নাক দিয়ে জল পড়া, পেটের সমস্যা, পেশীতে ব্যথা থাকলে অবশ্যই একবার কোভিড পরীক্ষা করিয়ে নেবেন। কারণ এইসবই হল কোভিডের লক্ষণ।

অযথা ভয় না পেয়ে সতর্ক হতে হবে, মেনে চলতে হবে যথাযথ বিধিনিষেধ। তবেই কোভিড থেকে দূরে থাকতে পারবেন। অসতর্কতার কারণ, মাস্ক ছাড়া বাইরে ঘোরাঘুরির কারণেই বাড়ছে কোভিড।

এই খবরটিও পড়ুন

আদৃত নয়, কার সঙ্গে নাম জড়াল অভিনেত্রী সৌমিতৃষার?

 

 

আর তাই যা কিছু মেনে চলতে হবে-

মাস্ক পরতেই হবে। মুখ ঢেকে রাখুন।

অন্যদের থেকে কমপক্ষে ২ মিটার সামাজিক দূরত্ব বজায় রাখুন।

যে সব জায়গা বদ্ধ, একেবারেই বায়ু চলাচল করে না সেই সব জায়গা এড়িয়ে চলতে হবে।

সাবান দিয়ে বার বার হাত ধুয়ে নিতে হবে। সেই সঙ্গে অ্যালকোহল রয়েছে এমন হ্যান্ড স্যানিটাইজার দিয়ে বার বার স্যানিটাইজ করে নিতে হবে।

আগে কোভিডের টিকা নিন। এই টিকা সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ।

কোভিডের উপসর্গ থাকলে নিজে থেকে চিকিৎসা না করিয়ে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধ খাবেন।

Related Articles

Back to top button