MY CATAGORY

পরিবারের পরিচিতের হাতেই ‘গণধর্ষিতা’ মা-মেয়ে! আদালতের নির্দেশে গ্রেফতার অভিযুক্তরাপরিবারের পরিচিতের হাতেই ‘গণধর্ষিতা’ মা-মেয়ে! আদালতের নির্দেশে গ্রেফতার অভিযুক্তরা

পিলভিট: পরিচিতের হাতেই লালসার শিকার হতে হল মা ও আট বছরের নাবালিকা মেয়েকে। পারিবারিক পরিচিত দুই ব্যক্তি প্রথমে গণধর্ষণ করে আট বছরের ওই নাবালিকাকে। বাড়িতে সে সময় একা ছিল নাবালিকা। তার মা ও ঠাকুমা তাকে বাড়িতে রেখেই বাজারে গিয়েছিলেন। তাঁরা এসে দেখেন নাবালিকা ঘরে পড়ে রয়েছে। যন্ত্রণায় কাতরাচ্ছে। রক্তক্ষরণও হচ্ছে। এর পর মেয়ের কাছে অভিযুক্তদের কথা শুনে অন্যদের সাহায্যে গিয়েছিলেন মা। তখন তাঁকেও ধর্ষণে অভিযুক্তরা যৌন নিগ্রহ করে বলে অভিযোগ। এবং ঘটনার কথা কাউকে জানালে মেরে ফেলার হুমকি দেয়। প্রভাবশালীর ভয়ে পুলিশে অভিযোগ দায়ের করা হয়নি নির্যাতিতাদের। বুধবার পকসো আদালতের নির্দেশে এ নিয়ে অভিযোগ দায়ের করে পুলিশ। ঘটনায় অভিযুক্ত দু’জনকে গ্রেফতার করা হয়েছে। উত্তর প্রদেশের পিলভিট জেলায় ঘটেছে এই ঘটনা। এ বছর ৮ ফেব্রুয়ারি ঘটেছে নির্যাতনের ঘটনাগুলি।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তদের বয়স ৩৫ বছরের আশপাশে। তারা দু’জন সহকর্মী। তাদের এক জন নির্যাতিতাদের পরিচিত। বাড়িতে নাবালিকা একা আসে জেনেই তারা এসেছিল। তার পর জোর করে নাবালিকাকে ওষুধ মেশানো মিষ্টি খাওয়ায়। তার পর গণধর্ষণ করেন বলে অভিযোগ। সে সময় নির্যাতিতা নাবালিকার মা ও ঠাকুমা বাড়ির বাইরে গিয়েছিলেন। তারা এসে দেখেন একরত্তি বাচ্চার করুণ অবস্থা।

 

কামারহাটিতে ৩ যুবককে বেধড়ক মারের অভিযোগ যুব তৃণমূল নেতার বিরুদ্ধে

 

 

ঘটনা নিয়ে সরব হতে গেলে অভিযুক্তরা নাবালিকার মাকে ধমকান। এমনকি তাঁকে নিগ্রহ করে বলে অভিযোগ। হুমকিও দেওয়া হয় ঘটনার কথা কাউকে না বলার জন্য। এর জেরে পুলিশেও অভিযোগ জানাতে যায়নি নির্যাতিতার পরিবার। এক সংস্থার সাহায্যে আদালতে বিষয়টি জানানো হয়। এর পর বুধবার পিলভিটের পকসো আদালতের নির্দেশে পুলিশ মামলা দায়ের করে। অভিযুক্তদেরও গ্রেফতার করা হয়েছে। ভারতীয় দণ্ডবিধির ৩৭৬-ডি, ৩৫৪, ৩২৮, ৪৫২ এবং ৫০৬ ধারা এবং পকসো আইনে (POCSO) মামলা দায়ের করা হয়েছে। ঘটনার তদন্তও শুরু করেছে পুলিশ।

Related Articles

Back to top button