জেলা

পাহাড় থেকে সমতলে দার্জিলিং, শিলিগুড়ি, মালদা জেলায় শান্তি পূর্ন ভোট সচেতনে স্বপন দত্ত বাউল ।

 

 

স্টাফ রিপোর্টার নিউজ সারাদিন  : পাহাড় থেকে সমতলে ছুটে চলেছেন লোক সভা ভোটের দিন ঠিক হওয়ার পর দিন থেকেই শুধু বাংলার নয় ভারত মাতার বাউল ছেলে খাজা আনোয়ার বেড় পূর্ব বর্ধমানের স্বপন দত্ত বাউল। এ পর্যন্ত ১৭ টি জেলায় নিঃস্বার্থ ভাবে বিনা পারিশ্রমিকে বাউল গানে শান্তিরপূর্ন ভোটের বার্তা দিয়ে সারা রাজ্য কে তাক লাগিয়ে দিয়েছেন স্বপন বাউল একাই একশো হয়ে। শুধু সমতলের জেলা গুলিতে নয় ২২ এপ্রিল সুদূর উত্তরবঙ্গের দার্জিলিং জেলায় এবং ২৩ এপ্রিল সমতলে শিলিগুড়ি তে ও ২৪ এপ্রিল মালদা জেলায় পথে পথে ঘুরে ঘুরে বাউল গানে বলছেন স্বপন শান্তি পূর্ন ভোট দাও শান্তি ভঙ্গ কেউ কোরো না। বোমাবাজি প্রাণ হানি করে মায়ের কোল শূন্য করে দিও না।। স্বপন দত্ত বাউল বলেন ২০২৪ লোক সভা ভোটের প্রথম দফা ভোটেই উওর বঙ্গের রক্তপাত , মারামারি করে শান্তি ভঙ্গ হয়েছে তাই আমি তাড়াতাড়ি ছুটে এলাম দার্জিলিং, শিলিগুড়ি আর মালদায় ভোট সচেতন করতে । শান্তি পূর্ন ভোট করতে হলে আমার মনে হয় নির্বাচন কমিশনকে আরও কঠোর হতে হবে পুলিশ প্রশাসনকে সঠিক দায়িত্ব পালন করতে হবে। আর সকল রাজ নৈতিক দল গুলিকে অযথা মারামারি , খুনোখুনি, বোমা বাজি , প্রাণ হানি , ঝুট ঝামেলা পাকানো বন্ধ করতে হবে । সাধারণ মানুষকে গণতন্ত্র রক্ষায় সুষ্ঠ ভাবে নিজের ভোট নিজে কে দিতে যেন পারে তার চেষ্টা করতে হবে নির্ভয় ভোট ,ও সন্ত্রাস মুক্ত ভোট করাতে হবে । সুতরাং নির্বাচন কমিশন, পুলিশ প্রশাসন, সকল রাজনৈতিক দল ও জনগণ কে একজোট হয়ে শান্তি পূর্ন ভোট করাতে হবে। স্বপন বাউল আরো বলেন বিগত অনেক ভোটেই খবরে দেখছি ছাপ্পা ভোট দিতে , ব্যালট বাক্স জলে ফেলে দিতে বা বোমাবাজি , প্রাণহানির মত খবর দেখে আমার মনে বড় কষ্ট হয় চোখে জল পড়ে। আর একটিও যেন মায়ের কোল শূন্য করা না হয় । দার্জিলিং, শিলিগুড়ি, মালদা জেলার মানুষ শান্তি পূর্ন ভোট দিন নিজের ভোট নিজে দিন নির্ভয়ে ভোট দিন। কেউ শান্তি ভঙ্গ করবেন না । দার্জিলিং শিলিগুড়ি মালদা এই তিন জেলার জমজমাট এলাকায় শহরের গুরত্বপুর্ন এলাকায় ব্যাস্ত বাজারের ও রাস্তার মোড়ে মোড়ে রাজ্য ও কেন্দ্র নির্বাচন কমিশনের সম্মানিত শিল্পী নিঃস্বার্থ ভাবে বিনা পারিশ্রমিকে স্বপন বাউলের মুখে শান্তির বার্তা শুনতে রাস্তায় ভিড় জমে যায় । দার্জিলিং, শিলিগুড়ি, মালদা এই তিন জেলার জনগণ পূর্ব বর্ধমান থেকে ছুটে গিয়ে এমন শান্তির বার্তা মহতী উদ্যোগ দেখে স্বপন বাউলের প্রশংসায় পঞ্চমুখ হয়ে ওঠেন প্রশাসনিক স্তর থেকে সাধারণ মানুষ পর্যন্ত। কেউ কেউ বলেন নিঃস্বার্থ ভাবে বিনা পারিশ্রমিকে বাউল গানে এমন শান্তির দূত হয়ে সারা রাজ্যের জেলায় জেলায় শান্তির বার্তা দিতে এর আগে কাউকে দেখা যায় নি । রাজ্যবাসি কাছে এ এক অভিনব নজীর বিহীন ঘটনা।

Related Articles

Back to top button