জেলা

ভোর সন্ধ্যায় তাণ্ডব, গুলিবিদ্ধ তিন, ডাকাতদের ছোড়া বোমায় মৃত্যু এক সিভিক ভলেন্টিয়ারের, ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকায়

News Saradin

সানু ইসলাম;ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটলো মালতীপুরে।ডাকাত দলকে বাধা দিতে গিয়ে মর্মান্তিক মৃত্যু হল সিভিক ভলেন্টিয়ারের।মঙ্গলবার রাত্রে বোমা পিস্তল নিয়ে দুষ্কৃতীরা সোনার দোকানে চড়াও হয়।লুটপাট চালানোর সময় বেশ কয়েক রাউন্ড গুলি চালায় তারা।সে সময় দোকান মালিক গৌতম সেন সহ তিনজন গুলিবিদ্ধ হন।গুরুতর আহত অবস্থায় তাদের চিকিৎসার জন্য চাচল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।সেখানেই তারা চিকিৎসাধীন।পালানোর সময় ডাকাতদের ছড়া বোমার আঘাতে মৃত্যু হয় সিভিক ভলেন্টিয়ার মমিনুল হক।খবর পেয়ে ঘটনাস্থলে যান চাচোলের মহকুমা পুলিশ আধিকারিক শুভেন্দু মন্ডল ও চাচোল থানার বিশাল পুলিশ বাহিনী। এদিকে কাশিমপুরে মমিনুরের মৃতদেহ ঘিরে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। দেহের পাশে একটি বন্ধু পাওয়া যায়। অনুমান করা হচ্ছে, ডাকাতরা বন্দুকটি ফেলে গিয়েছে।

এদিন রাত্রি আটটা নাগাদ মালতীপুর দুর্গা মন্দিরের পাশে একটি সোনার দোকানে হামলা চালায় দাকত দল। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আটজনের ডাকাত দল চারটি বাইক নিয়ে ওই সোনার দোকানের সামনে হাজির হয়। ডাকাতি করার আগেই প্রথমে কয়েকটি বোমা ফাটাই তারা। তারপর দোকান মালিক কে লক্ষ্য করে এক রাউন্ড গুলি চালায়। এরপর ক্যাশ বাক্স থেকে নগদ টাকা ও সোনা, রুপোর গয়না নিয়ে চম্পট দেয় ওই ডাকার দল।

এদিকে ডাকাতির খবর পেয়ে তৎপর হয় পুলিশ।খবর পৌঁছে যায় বিভিন্ন এলাকায়,নাকাচেকিং থাকা পয়েন্টেও। সেইসময় বাড়িতেই ছিলেন সিভিক ভলেন্টিয়ার মমিনুল হক। ডাকাতির খবর পেয়ে বাড়ী থেকে বেরিয়ে পরে।সেইসময় তার সামনে পরে যায় ডাকাতদল।ডাকাতদের বাধা দিতে গেলে তাকে লক্ষ্য করে বোমা ছুঁড়ে দুষ্কৃতীরা।বোমার আঘাতে ছিন্নভিন্ন হয় যায় মমিনুলের মুখ। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।
ডাকাতির খবর জানাজানি হতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মালতিপুরে।ঘটনায় আতঙ্কিত রয়েছে এলাকাবাসী।

Related Articles

Back to top button