খেলাধুলা

বাটলারের হল না, আজ অরেঞ্জ ক্যাপের মূল লড়াই ডুপ্লেসি-ভেঙ্কির

কলকাতা: এ বারের আইপিএলে (IPL 2023) বেশ কিছু অবিস্মরণীয় ম্যাচ দেখা গিয়েছে। জয়পুরে রাজস্থান রয়্যালস বনাম লখনউ সুপার জায়ান্টস ম্যাচও তেমনই উত্তেজনার পর্যায়ে পৌঁছে। রাজস্থানকে মাত্র ১৫৫ রানের লক্ষ্য দেয় লখনউ সুপার জায়ান্টস। ইনিংসের মাঝপথে একপেশে জয়ের দিকে এগোচ্ছিল রাজস্থান। হঠাৎই নতুন মোড়। ম্য়াচে আলাদা করে নজর ছিল রাজস্থান রয়্যালস ওপেনার জস বাটলারের দিকে। টুর্নামেন্টে দারুণ ছন্দে রয়েছেন তিনি। কার্যত প্রতি ম্য়াচের পরই বদলে যাচ্ছে অরেঞ্জ এবং পার্পল ক্যাপের মালিক। আরসিবি বনাম চেন্নাই সুপার কিংস ম্যাচের পরই অরেঞ্জ ক্যাপ হাতছাড়া হয় কলকাতা নাইট রাইডার্সের সেঞ্চুরিয়ান ভেঙ্কটেশ আইয়ারের। আরসিবি অধিনায়ক ডুপ্লেসির দখলে এসেছিল অরেঞ্জ ক্যাপ। মঙ্গলবার মুখোমুখি হয়েছিল সানরাইজার্স হায়দরাবাদ ও মুম্বই ইন্ডিয়ান্স। এই ম্য়াচে কেউ ডুপ্লেসিকে ছাপিয়ে যেতে পারেননি। জস বাটলারের কাছে সুযোগ, পরিস্থিতি দুইই ছিল। কিন্তু ডুপ্লেসিকে ছাপিয়ে যেতে পারলেন না। আজ লিড বাড়ানোর সুযোগ রয়েছে ফাফ ডুপ্লেসির, তেমনই তাঁকে ছাপিয়ে যাওয়ার সুযোগ থাকছে ভেঙ্কটেশ আইয়ারের। অরেঞ্জ ক্যাপের তালিকার চিত্রটা বিস্তারিত এই প্রতিবেদনে।

চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে বিধ্বংসী ইনিংসের সৌজন্য় পাঁচ ম্য়াচে আরসিবি অধিনায়ক ফাফ ডুপ্লেসির সংগ্রহ ২৫৯ রান। কেকেআরের ভেঙ্কটেশ আইয়ার (২৩৪) এবং পঞ্জাব অধিনায়ক শিখর ধাওয়ান (২৩৩) পরের দুটি স্থানে ছিলেন।

আইপিএলে বুধবার রাতে মুখোমুখি হয়েছিল রাজস্থান রয়্যালস ও লখনউ সুপার জায়ান্টস। রাজস্থান ওপেনার জস বাটলার বিধ্বংসী ফর্মে রয়েছেন। পাঁচ ম্যাচে তাঁর রান ছিল ২০৪। এখনও অবধি তিনটি অর্ধশতরানও করেছেন। জয়পুরে লখনউয়ের বিরুদ্ধে ৫৫ রানের বেশি রানের একটা ইনিংস খেললেই বাটলারের মাথায় উঠত অরেঞ্জ ক্যাপ। যদিও তিনি ফিরলেন ৪০ রানে। ডুপ্লেসিকে ছাপিয়ে যেতে না পারলেও তালিকায় দ্বিতীয় স্থানে উঠলেন বাটলার। ছয় ম্যাচে তাঁর রান এখন ২৪৪।

 

তদন্ত নিয়ে NCB-কে সতর্কবার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর, মাদক কাণ্ডে আরিয়ান খানের গ্রেফতারিতে মুখ-চুন হওয়ারই জের?

 

 

আইপিএলে আজ ডাবল হেডার। দিনের প্রথম ম্য়াচে নামছে পঞ্জাব কিংস ও রয়্যাল চ্য়ালেঞ্জার্স ব্য়াঙ্গালোর। মোহালির মাঠে আরসিবি অধিনায়ক ফাফ ডুপ্লেসির কাছে সুযোগ রয়েছে বড় ইনিংস খেলে বাকিদের সঙ্গে দূরত্ব বাড়িয়ে নেওয়ার। দিনের দ্বিতীয় ম্য়াচে নামছে দিল্লি ক্য়াপিটালস ও কলকাতা নাইট রাইডার্স। ফলে কেকেআরের বাঁ হাতি ব্য়াটার ভেঙ্কটেশ আইয়ারের কাছেও সুযোগ থাকছে ডুপ্লেসিকে ছাপিয়ে যাওয়া কিংবা দ্বিতীয় স্থানে ওঠার। ডুপ্লেসি রান না পেলে এবং ভেঙ্কটেশ সেঞ্চুরির ফর্ম ধরে রাখতে পারলে তালিকায় শীর্ষে ওঠা সম্ভব। চতু্র্থ স্থানে থাকা শিখর ধাওয়ানের কাছেও এই সুযোগ রয়েছে।

দিল্লি ক্য়াপিটালস পরপর হারলেও অধিনায়ক ডেভিড ওয়ার্নার ধারাবাহিক রান করছেন। তার কাছেও সুযোগ রয়েছে বড় ইনিংস খেলে অন্তত প্রথম তিনে জায়গা করে নেওয়ার। একই পরিস্থিতি বিরাট কোহলিরও। সব মিলিয়ে অরেঞ্জ ক্য়াপের লড়াইয়ে আজ জমজমাট পরিস্থিতি।

Related Articles

Back to top button