গ্রামের পাতায়

বাসন্তীতে পথ দুর্ঘটনা, গুরুত্বর আহত এক

নুরসেলিম লস্কর, বাসন্তী : দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী হাইওয়ের চোরাডাকাতিয়া মোড়ের কাছে রবিবার দুপুরে এক ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটে। রবিবার দুপুর একটা নাগাদ ক্যানিংয়ের দিক থেকে বাসন্তীর দিকে যাওয়ার সময় একটি ব্লরো পিকআপ গাড়ি গ্রামের ভিতর থেকে মেন রোডে ওঠার সময় একটি পিকআপ ভ্যান ও অপরদিকে দাঁড়ানো একটি টোটো গাড়ি কে ধাক্কা মেরে চোরাডাকাতিয়া সুন্দরবন মোহনবাগান ফ্যান্স ক্লাবের সামনে থাকা ইলেকট্রিক পোস্টের গায়ে ধাক্কা মেরে পাশের খালে এসে পড়ে। এই ঘটনায় পিকআপ ভ্যানের চালক গুরুতর ভাবে আহত হয়েছে।

এই দুর্ঘটনার বিকট শব্দে আশপাশের স্থানীয় মানুষ জন ছুটে এসে দেখে রাস্তার উপর অচৈতন্য অবস্থায় মাথা ফেঁটে পড়ে রয়েছে এক ব্যাক্তি তখন তারা তাড়াতাড়ি করে রাস্তায় চলতি একটি আটো করে ঐ ব্যাক্তিকে ক্যানিং মহাকুমা হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। ক্যানিং হাসপাতালে নিয়ে যাওয়ার পর ঐ পিকআপ ভ্যান চালকের অবস্থা আসংখ্যা জনক হওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসা করার পর কলকাতার চিত্তরঞ্জন মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়।গুরুত্বর ভাবে জখম হওয়া ঐ পিকআপ ভ্যানের চালকের বাড়ি বাসন্তীর ভাঙ্গনখালি গ্রামে নাম অরবিন্দ মন্ডল (চেমা)বয়স ২৮।এই দুর্ঘটনা ঘটার কয়েক মিনিটের মধ্যে ঘটনা স্থলে আসে বাসন্তী থানার অফিসার তরুণ ভৌমিক ও শুভঙ্কর বাবুর নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী।এই ঘটনায় অভিযুক্ত ঐ ব্লরো পিকআপ গাড়ির চালক ও খালাসি পলাতক।

এই দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী স্বপন জানা, সাবির হোসেন সেখ সহ হরিহর পাত্র রা জানান যে, “আমরা কয়েকজন যুবক মিলে আমাদের চোরাডাকাতিয়া সুন্দরবন মোহনবাগান ফ্যানস ক্লাবের সামনে মাটি ফেলার কাজ করছিলাম হঠাৎ একটি বিকট শব্দের পরে আমরা সামনে চেয়ে দেখি যে, একটি ব্লরো পিকআপ গাড়ি একটি পিকআপ ভ্যান ও একটি টোটো গাড়ি কে ধাক্কা মেরে এসে আমাদের সামনে খালে এসে পড়লো। তখন আমরা ও আশপাশ থেকে আশা লোকজন রা গিয়ে দেখি ঐ পিকআপ ভ্যানের চালক মাথা ফাঁটা অবস্থায় রাস্তায় পড়ে রয়েছে তখন আমরা তাকে সেখান থেকে তুলে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করি “।

Related Articles

Back to top button