জানা-অজানা

ব্যাগ খুলতেই চক্ষু চড়কগাছ কৌতূহলী জনতার, বেরিয়ে এল আস্ত কাটা মুন্ডু

নিজস্ব সংবাদদাতা : মালদা  শহরের প্রাণকেন্দ্র ফোয়ারা মোড়ে সর্বদাই থাকে মানুষের ভিড়। সেখানেই পার্কিং লটে এক পরিত্যক্ত জায়গাতে পড়েছিল একটি ব্যাগ। কিন্তু, সেই ব্যাগের কোনও মালিকের খোঁজ না মেলাতে বাড়ছিল চাঞ্চল্য। ব্যাগ ঘিরে বাড়ছিল চাঞ্চল্য। শেষ পর্যন্ত কৌতূহলী জনতাই খোলে ব্যাগ। চোখ কপালে ওঠে সকলের। ভয়ে আঁতকে ওঠেন অনেকেই। দেখা যায় ব্যাগের মধ্যে রয়েছে আস্ত একটা কাটা মুন্ডু। কোথা থেকে ব্যাগ সমেত কাটা মুন্ডুটি ওখানে এলো সে বিষয়ে বাড়ছে রহস্য। কোনও সদুত্তর দিতে পারেননি স্থানীয় বাসিন্দারাও।

মন্ডু উদ্ধারের খবর চাউর হতেই ব্যাপক চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। আশপাশের এলাকা থেকে ঘটনাস্থলে ভিড় জমাতে শুরু করে উৎসুক জনতা। খবর যায় পুলিশে। ছুটে আসে ইংরেজবাজার থানার পুলিশ। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া মুণ্ডুটি মধ্যবয়স্ক ব্যক্তির। তবে এখনও পর্যন্ত তাঁর কোনওরকম পরিচয় জানা যায়নি। কীভাবে এই কাটা মুন্ডুটি এলাকায় এলো সে ব্যাপারে তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ। ইতিমধ্যেই কাটা মুন্ডুটি ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে পুলিশ।

প্রত্যক্ষদর্শী বিশ্বদীপ সরকার বলেন, “আমি বাথরুম করতে গিয়ে দেখি একটা ব্যাগ পড়ে রয়েছে। তারমধ্যে রয়েছে একটা কাটা মাথা। তখনই আশেপাশের লোকজনকে ডাকি। দেখে মনে হচ্ছে পুরুষের কাটা মাথা। কে বা কারা ওটা ওখানে ফেলে গিয়েছে বুঝতে পারছি না।”

ঘটনা প্রসঙ্গে স্থানীয় বাসিন্দা রিকি সাহা বলেন, “পুরাতন হাসপাতালের পিছনে ওই জায়গায় একজন প্রস্রাব করতে গিয়েছিল। গিয়ে দেখে একটা কাটা মুন্ডু পড়ে রয়েছে। দেখে ভয় পেয়ে যায় ও। ওর চিৎকার শুনেই ওখানে ভিড় জমে যায়। কোথা থেকে ওটা ওখানে এল সেটাই আমরা বুঝতে পারছি না।”

Related Articles

Back to top button