জানা-অজানা

বইয়ের প্রতি ভালোবাসা ফিরিয়ে আনার গুরুভার নিয়েছেন প্রকাশনীর স্বত্ত্বাধিকারীনী এবং সম্পাদিকা অদিতি আচার্য্য

News Saradin

 

সুধী পাঠক, আপনারা কি নিয়মিত বই পড়েন?
কখনো বৃষ্টির বিকেলে প্রেমের কবিতা? মনখারাপের দুপুরে অপূর্ণতার গল্প? কিংবা একাকীত্বের গভীর রাতে বই কি আপনার সঙ্গী হয়? হয়তো না। এখন বিভিন্ন অডিও স্টোরি, ইউটিউব চ্যানেলের আর নানান অ্যাপ্লিকেশনের ভিড়ে বই পড়ার ইচ্ছেটাই হারিয়ে যাচ্ছে।
অগণিত পাঠক আজ বই থেকে বিমুখ।
আর সেই বিমুখ পাঠকদের ফের বইমুখী করতে ছায়াপথ প্রকাশনীর বইয়ের প্রতি তথা বাংলা সাহিত্যের প্রতি এক নিদারুন ভালোবাসা নিয়ে একের পর এক কবিতা সংকলন, একক বই, গল্প গুচ্ছ, অনুগল্প, উপন্যাসের প্রকাশ করতে উদ্বিঘ্ন হয়ে উঠেছে।

 

সুত্রে জানা যায় হারিয়ে যাওয়া পাঠকদের আবার বইয়ের প্রতি ভালোবাসা ফিরিয়ে আনার গুরুভার নিয়েছেন প্রকাশনীর স্বত্ত্বাধিকারীনী এবং সম্পাদিকা অদিতি আচার্য্য মহাশয়া।
সম্পাদিকার উদ্দেশ্য হলো যেসব প্রান্তিক বাংলা লেখক নিরলস সুসাহিত্য চর্চা করে যাচ্ছেন তাদের লেখা পাঠকদের হাতে তুলে দেওয়া, একইসাথে লেখকদের আর নীরবে নিভৃতে না রেখে প্রচারের আলোয় আলোকিত করা।
জানা যায় সম্পাদিকা নিজেও একজন গুণী লেখিকা, তার বহু সাহিত্য সৃষ্টি বিভিন্ন পত্র পত্রিকা এবং বিভিন্ন সংকলনে প্রকাশ পেয়েছে ইতি মধ্যেই।

 

বাংলা পাঠকদের প্রতি একসমদ্র আশা নিয়ে ছায়াপথ প্রকাশনী আগামী আগস্ট মাসের দিকে আয়োজন করতে চলেছেন এক বড় মাপের বইপ্রকাশ অনুষ্ঠান।অনুষ্ঠানে উপস্থিত থাকতে চলেছেন বাংলা সাহিত্যে, চলচ্চিত্র, নৃত্য, সঙ্গীত জগতের দিকপালরা, একই সাথে এক বড় মাপের সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এমনি কলরব উঠেছে লেখক মহলে।

Related Articles

Back to top button