জানা-অজানা

ভিনগ্রহী বা UFO কি এসেছিল পৃথিবীর আশপাশে? রিপোর্ট দিল পেন্টাগন

নিজস্ব সংবাদদাতা: ভিনগ্রহের প্রাণ বা অচেনা উড়ন্ত বস্তু বা ইউএফও নিয়ে যে পেন্টাগন দীর্ঘদিন ধরে গবেষণা করছে তা সবারই জানা। প্রথম দিকে বিষয়টা গোপন থাকলেও, এখন তা সর্বজনবিদিত। এবার সেই ইউএফও নিয়ে নতুন করে একটি রিপোর্ট প্রকাশ্যে আনল পেন্টাগন। শুক্রবার পেন্টাগনের উচ্চপদস্থ কর্তারা জানিয়েছেন, তাঁরা গবেষণা করে দেখেছেন, এখনও পর্যন্ত এমন কোনও প্রমাণ পাওয়া যায়নি যে ভিনগ্রহীরা পৃথিবীতে বা পৃথিবীর কাছাকাছি এসেছে।

এখনও পর্যন্ত কোনও প্রমাণ না পাওয়া গেলেও আপাতত থামছেন না গবেষকরা। পেন্টাগনের তরফে মহাকাশের পাশাপাশি গভীর সমুদ্রেও অনুসন্ধান করা হয়েছে, যা থেকে একাধিক রিপোর্ট সামনে এসেছে। সেগুলি সব খতিয়ে দেখা হচ্ছে বলে জানানো হয়েছে। কিন্তু তাতেও অন্য গ্রহের প্রাণের উপস্থিতির প্রমাণ মেলেনি বলেই জানা গিয়েছে।

পেন্টাগনের ইনটেলিজেন্স ও সিকিউরিটি বিভাগের এক কর্তা রোনাল্ড মোলট্রি জানিয়েছেন, কোনও ইউএফও পৃথিবীর দিকে এসেছে, এমন প্রমাণ নেই। তবে সম্ভাবনার কথা একেবারে উড়িয়ে দিচ্ছে না পেন্টাগন। আর এক উচ্চপদস্থ আধিকারিক সিয়ান কির্কপ্যাট্রিকের দাবি, ভিনগ্রহীর ধারনা একেবারে ভুল সে কথাও বলা যায় না। তিনি জানান, জোরকদমে এই নিয়ে গবেষণা চলছে। তথ্য ও বিজ্ঞানের ওপর ভর করে অনুসন্ধান চালানো হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

মূলত আমেরিকার সেনা ঘাঁটিগুলির আশপাশে কোনও অবাঞ্ছিত উপস্থিতি দেখা যায় কি না, সে দিকে নজর রেখেছে পেন্টাগন। সেই নজরদারিতে অনেক কিছুই অনেক সময় চোখে পড়েছে, যার কোনও সহজ ব্যাখ্যা পাওয়া যায়নি। এরকম প্রায় ১৪৩ টি রিপোর্ট রয়েছে। এর মধ্যে এমন এক বেলুনের উপস্থিতির কথা শোনা যায়, যার এখনও পর্যন্ত কোনও ব্যাখ্যা পাওয়া যায়নি।পেন্টাগনের এই গবেষণায় জোর দিচ্ছে আমেরিকার পার্লামেন্টও। সম্প্রতি দাবি উঠেছে, ১৯৪৫ থেকে এই ধরনের অচেনা বস্তুর উপস্থিতি সংক্রান্ত রিপোর্ট পেশ করতে হবে পেন্টাগনকে।

Related Articles

Back to top button