জানা-অজানা

মানিকের ‘দুর্নীতি’ ৩০ কোটির ? ইডি দিতে চলেছে চার্জশিট

নিজস্ব সংবাদদাতা: প্রায় দু’মাস হতে চলল শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছেন মানিক ভট্টাচার্য । সূত্রের খবর, প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি মানিকের বিরুদ্ধে এবার চার্জশিট দাখিলের প্রস্তুতি শুরু ইডির । নিয়োগ দুর্নীতি মামলায় এবার দ্বিতীয় চার্জশিট পেশ করতে চলেছে ইডি। সূত্রের খবর, খুব শীঘ্রই এই চার্জশিট পেশ করা হতে পারে। চলতি মাসের ১০ তারিখের মধ্যেই এই চার্জশিট পেশ হওয়ার জোরাল সম্ভাবনা রয়েছে বলে সূত্র মারফৎ জানা যাচ্ছে। আর এই চার্জশিটে অভিযুক্তের তালিকায় নাম থাকবে মানিক ভট্টাচার্যের। প্রথম চার্জশিটে অভিযুক্তের তালিকায় নাম ছিল পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়ের। ওই চার্জশিটে সুকৌশলে অভিযুক্তের তালিকায় নাম না রেখেও মানিকের নামের উল্লেখ ছিল। প্রথম সেই চার্জশিটের পরেই গ্রেফতার হন মানিক। সূত্রের দাবি, নিয়োগ দুর্নীতিতে মানিকের বিরুদ্ধে একাধিক বিস্ফোরক তথ্য থাকতে পারে এই চার্জশিটে। যার ফলে আরও চাপে পড়তে পারেন মানিক। তাঁর আইনি লড়াইয়ের পথ আরও কঠিন হতে পারে।

 

সূত্রের খবর, মানিকের বিরুদ্ধে এখনও পর্যন্ত ৩০ কোটি টাকারও বেশি দুর্নীতির প্রমাণ ইডির হাতে এসেছে। আদালতে তারা তেমনই দাবি করেছে। তাঁর ছেলের দুই সংস্থাতেও এই নিয়োগ দুর্নীতির টাকা ঢুকেছে বলে তদন্তকারী সংস্থা সূত্রে জানা যাচ্ছে। আর এই সমস্ত তথ্য উল্লেখ করা থাকতে পারে পরবর্তী চার্জশিটে। এই দুর্নীতির টাকা মানিক কোথায় সরিয়েছেন, তারও উল্লেখ থাকতে পারে বলেই সূত্রের দাবি।সূত্রের খবর, কলকাতায় ইডি দফতরে এখন জোরকদমে চলছে চার্জশিট প্রস্তুতির কাজ। তদন্তে উঠে আসা নতুন তথ্যপ্রমাণ ও নতুন একাধিক নামের উল্লেখ থাকতে পারে এই চার্জশিটে। নতুন এই নাম উল্লেখের মাধ্যমেই তদন্তের গতি বাড়াতে চায় ইডি। আদালতে সেই আবেদন করা হবে বলেও সূত্রের খবর।

Related Articles

Back to top button