খেলাধুলা

মুম্বই জয়ের লক্ষ্যে কলকাতা নাইট রাইডার্স, ভাবনা ওপেনিং

ওয়াংখেড়েতে আরও একটা বড় ম্যাচ। আইপিএলের ইতিহাসে সবচেয়ে সফল দল মুম্বই ইন্ডিয়ান্স। গত মরসুম একেবারেই ভালো যায়নি রোহিত শর্মাদের। এক ঝাঁক তরুণ প্লেয়ার নিয়েছিল মুম্বই। দশ দলের আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্স পয়েন্ট টেবলে সকলের শেষে ছিল। এ বার শুরুটা ভালো না হলেও গত ম্য়াচে মরসুমের প্রথম জয় ছিনিয়ে নিয়েছে তারা। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধেও জয় এসেছে শেষ বলে। এ বার তাদের সামনে কলকাতা নাইট রাইডার্স। সব দিক থেকেই জমে উঠেছে এ বারের আইপিএল। রুদ্ধশ্বাস কিছু ম্যাচ দেখা যাচ্ছে। প্রতি ম্যাচেই কার্যত টানটান উত্তেজনা। হাতে গোনা ক’টি ম্যাচই একপেশে হয়েছে। কলকাতা নাইট রাইডার্স শেষ ম্য়াচে ঘরের মাঠে সানরাইজার্স হায়দরাবাদের কাছে হেরেছে। তারপরও তাদের ফর্ম চিন্তায় রাখতে বাধ্য মুম্বই ইন্ডিয়ান্সকে। কোন পরিস্থিতিতে রয়েছে দু-দল? ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে মুম্বই ইন্ডিয়ান্স বনাম কলকাতা নাইট রাইডার্স ম্যাচ প্রিভিউ.

হার দিয়ে মরসুম শুরু করেছিল কলকাতা নাইট রাইডার্স। পঞ্জাব কিংসের বিরুদ্ধে অ্যাওয়ে ম্য়াচে বৃষ্টির কারণে ডাকওয়ার্থ লুইসে মাত্র ৭ রানে হার। এরপর ঘরের মাঠে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্য়াঙ্গালোরের বিরুদ্ধে বিশাল ব্য়বধানে জয়। কেকেআরের টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়ায় গুজরাট টাইটান্সের বিরুদ্ধে অ্যাওয়ে ম্য়াচ। শেষ ওভারে পাঁচ ছক্কা মেরে রূপকথার জয় আসে রিঙ্কু সিংয়ের সৌজন্যে। শুক্রবার ইডেনে জয়ের হ্যাটট্রিকের লক্ষ্যে নেমেছিল কলকাতা নাইট রাইডার্স। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ২২৯ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ২৩ রানে হার। কলকাতার ক্ষেত্রে নানা ইতিবাচক দিক রয়েছে। টানা তিন ম্য়াচে ২০০ প্লাস রান করেছে কেকেআর, রিঙ্কু সিং দুর্দান্ত ছন্দে, গত দুই ম্য়াচে রান পেয়েছে অধিনায়ক নীতীশ রানা, রাসেল এ মরসুমে প্রথম বার বোলিং করেই সানরাইজার্সের বিরুদ্ধে ৩ উইকেট নিয়েছেন।

 

 

 চিন্নাস্বামীতে ‘বিরাট’ আগ্রাসন, গ্যালারিতে অট্টহাসি অনুষ্কার

 

 

কেকেআর শিবিরে চিন্তার জায়গা টপ অর্ডার ব্য়াটিং। এখনও অবধি ওপেনিং জুটিতে বড় রান আসেনি। টপ অর্ডারে রান আসায় চাপ পড়ছে মিডল ও লোয়ার অর্ডারে। তেমনই ফিল্ডিং নিয়েও ভাবনার জায়গা রয়েছে। মুম্বই ইন্ডিয়ান্সের ক্ষেত্রে একটা বিষয় দেখা যায়, তাদের শুরুটা মন্থর হলেও পরের দিকে দুর্দান্ত পারফর্ম করে তারা। গত মরসুমে যদিও তেমনটা হয়নি। এ বার প্রথম জয় ছিনিয়ে নেওয়ায় কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ঘরের মাঠে বাড়তি আত্মবিশ্বাস নিয়েই নামবে মুম্বই।

Related Articles

Back to top button