MY CATAGORY

‘যেদিকে পারো, পালাও’, মার্কিন বিশ্ববিদ্যালয়ে বন্দুকবাজের হামলা, চলল এলোপাথাড়ি গুলি

নরম্যান: ফের মার্কিন মুলুকে বন্দুকবাজের হামলা (Gunman Attack)। আমেরিকার নরম্যানে ওকলাহোমা বিশ্ববিদ্যালয়ে (University of Oklahoma) হামলা চালিয়েছে এক বন্দুকবাজ। পড়ুয়াদের উপরে চলে এলোপাথাড়ি গুলি (Mass Shooting)। গোটা ঘটনা ঘিরেই আতঙ্ক ছড়িয়েছে। কলেজ কর্তৃপক্ষের তরফে আপাতত পড়ুয়াদের কলেজে আসতে বারণ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের তরফে জারি করা হয়েছিল জরুরি অবস্থাও। তবে বর্তমানে পড়ুয়াদের আর কোনও ঝুঁকি নেই বলেই জানানো হয়েছে। গুলি চালানোর ঘটনায় এখনও অবধি হতাহতের খবর মেলেনি। ঘটনাস্থলে পুলিশ ছাড়াও উপস্থিত হয়েছে সোয়াট বাহিনী। গোটা কলেজে তল্লাশি অভিযান চলছে।

জানা গিয়েছে, এদিন সকালে মার্কিন বিশ্ববিদ্যালয়ে গুলি চলে। নরম্যান শহরে অবস্থিত ওকলাহোমা বিশ্ববিদ্যালয়ে এক বন্দুকবাজ ঢুকে পড়ে। সোজা পড়ুয়াদের উপরে হামলা চালাতে শুরু করে অভিযুক্ত। পড়ুয়াদের লক্ষ্য় করে এলোপাথাড়ি গুলি চালায় বন্দুকবাজ। গুলি থেকে বাঁচতে পড়ুয়া প্রাণভয়ে ক্যাম্পাসের বিভিন্ন প্রান্তে পালিয়ে আশ্রয় নেন।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফেও বন্দুকবাজের হামলা নিয়ে পড়ুয়াদের সতর্ক করা হয়। টুইট করে বলা হয়,  “ভ্যাল ভ্লিট ওভালে গুলি চলছে। দ্রুত ব্যবস্থা নিতে হবে। পালাও,  লুকিয়ে পড়ো বা লড়াই করো!”

এর কিছুক্ষণ পর ফের বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে টুইট করে জানানো হয়, “বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ভাল করে তল্লাশি চালিয়ে দেখা গিয়েছে কোনও ঝুঁকি নেই। যে সতর্কতা জারি করা হয়েছিল, তাও বাতিল করে দেওয়া হয়েছে।”

 

 

উনুনে পোড়ানো হচ্ছিল আধার কার্ড, ঘরে ঢুকেই চক্ষু চড়কগাছ পুলিশের

 

 

জানা গিয়েছে, পুলিশের সন্দেহ ছিল বিশ্ববিদ্যালয়ের সাউথ ওভালে লুকিয়ে রয়েছে বন্দুকবাজ। আপাতত পড়ুয়াদের বিশ্ববিদ্যালয়ের ওই অংশ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।  স্থানীয় সংবাদমাধ্যমগুলিতেও দেখা গিয়েছে, গোটা বিশ্ববিদ্য়ালয় পুলিশ ঘিরে ফেলেছে। সোয়াটের দল ও ট্যাকটিকাল ভেহিকেলও দেখা যায়।

প্রসঙ্গত, দুইদিন আগেই ন্য়াশভিলের একটি স্কুলেও বন্দুকবাজের হামলা চলেছিল। নয় বছরের  দুই নাবালিকা, এক নাবালক ও স্কুলের এক কর্মী গুলির আঘাতে মারা যান। বিগত কয়েক বছর ধরেই আমেরিকার স্কুল-কলেজে বন্দুকবাজের হামলার ঘটনা বেড়েছে। গত বছর থেকে এখনও অবধি মোট ১২৯টি বন্দুকবাজের হামলার ঘটনা ঘটেছে, যেখানে চার বা তার বেশি সংখ্যক মানুষ আহত বা নিহত হয়েছেন।

Related Articles

Back to top button