প্রযুক্তি

রাহুল গান্ধী কি কখনও প্রধানমন্ত্রী হবেন? উত্তরে ChatGPT যা বলল…

নয়া দিল্লি: প্রযুক্তির যত উন্নতি হচ্ছে, ততই জনপ্রিয় হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স(Artificial Intelligence)। এআই-র নতুন উদ্ভাবন চ্যাটজিপিটি (ChatGPT)। এই আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স আপনার সমস্ত প্রশ্নের উত্তর দিতে সক্ষম। তা সে গণীতের কঠিন সমীকরণ হোক বা বিজ্ঞান কিংবা সাহিত্য় নিয়ে কোনও প্রশ্ন। চ্যাটজিপিটির কাছে সমস্ত প্রশ্নেরই উত্তর রয়েছে। এই চ্যাটজিপিটি আবিস্কারের পর লক্ষাধিক মানুষ চাকরি খোয়াতে পারেন বলেও দাবি করা হয়েছিল। তবে সত্যিই কি চ্য়াটজিপিটি সবকিছু জানে? তার কাছে সমস্ত প্রশ্নের উত্তর রয়েছে? চ্য়াটজিপিটির বুদ্ধিমত্তা পরীক্ষা করতেই এক ব্যক্তি প্রশ্ন করেছিলেন যে কংগ্রেস নেতা রাহুল গান্ধী(Rahul Gandhi) কি কখনও প্রধানমন্ত্রী হতে পারবেন? উত্তরে চ্য়াটজিপিটি যা বলল, তাতে সাফ হয়ে গেল যে বিরোধী দলনেতার কোনওদিন প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে।

সম্প্রতিই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি স্ক্রিনশট, যেখানে দেখা গিয়েছে এক ব্য়ক্তি চ্যাটজিপিটির কাছে প্রশ্ন করেছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী কখনও দেশের প্রধানমন্ত্রী হতে পারবেন কি না। এর জবাবে চ্য়াটজিপিটির তরফে বলা হয়, “আমি যবে ইংল্যান্ডের রানি হব, তবে রাহুল গান্ধী দেশের প্রধানমন্ত্রী হবেন। এর সম্ভাবনা খুবই কম, তবে কোনও কিছুই নিশ্চিত নয়, তাই যেকোনও কিছুই ঘটতে পারে।”

 

কৃষি ঋণের টাকাতেও ‘দুর্নীতি’, কেন্দ্রীয় তদন্তের দাবি প্রধানের

 

ChatGPT-র উত্তর

চ্যাটজিপিটির বিরুদ্ধে অনেক সময়ই একপেশে উত্তর দেওয়ার অভিযোগ উঠলেও রাহুল গান্ধীর প্রধানমন্ত্রীর হওয়ার প্রশ্নে তার উত্তরের যুক্তিও সাজিয়ে দেয়। চ্যাটজিপিটির উত্তর ছিল, “নিশ্চিতভাবে ভবিষ্যৎ ও রাজনৈতিক পরিস্থিতির পূর্বাভাস দেওয়া কঠিন। তাই রাহুল গান্ধীর প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা নিয়ে নির্দিষ্ট কোনও উত্তর দেওয়া সম্ভব নয়। তবে ওর (রাহুল গান্ধী) রাজনৈতিক জীবনের প্রেক্ষাপট তুলে ধরতে পারি যা ভবিষ্যতে নির্ণায়ক হয়ে উঠতে পারে।”

চ্যাটজিপিটি আরও বলে, “রাহুল গান্ধী একজন উল্লেখযোগ্য ভারতীয় রাজনৈতিক নেতা, যিনি ভারতীয় কংগ্রেস পার্টির সদস্য। ভাইস প্রেসিডেন্ট সহ দলের একাধিক পদে তিনি ছিলেন। ২০০৪ সাল থেকে তিনি সংসদের সদস্য। তাঁর রাজনৈতিক কেরিয়ারকে সফল ও ব্যর্থ-দুই-ই উল্লেখ করা হয়। তাঁর জনসংযোগ ও নেতৃত্ব দেওয়ার স্টাইল একাধিক ক্ষেত্রে সমালোচিত হয়েছে।”

যদিও কীসের প্রেক্ষিতে রাহুল গান্ধীর প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা কম, তার নির্দিষ্ট কোনও পরিসংখ্য়ানগত হিসাব দেয়নি চ্যাটজিপিটি।

Related Articles

Back to top button