প্রযুক্তি

সামান্য ভুলেই খালি হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট… Messenger-এ এই ফাঁদ পেতেছে স্ক্যামাররা

Facebook ফেসবুক বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। প্রতি মাসে, 200 কোটিরও বেশি মানুষ প্রতিদিন এটি ব্যবহার করেন। বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজনদের সঙ্গে কথা বলার জন্য এই প্ল্যাটফর্মটি বেশ জনপ্রিয়। আর শুধু তাই নয়, এমনও অনেকে আছেন যারা দিনের বেশিরভাগ সময় ফেসবুক স্ক্রল করেই কাটিয়ে দেন। কিন্তু এত ফেসবুক করার পরেও এই অ্যাপে প্রতিদিন এমন কিছু ভুল করে ফেলেন, যার জন্য বিপদেও পড়তে হয়। বর্তমানে যে হারে জালিয়াতির পরিমাণ বেড়েছে, তাতে আপনাকে অনেক সাবধান থাকতে হবে। হ্যাকাররা ফেসবুক মেসেঞ্জার ব্যবহার করে স্ক্যাম চালাচ্ছে। আর তাতেও অসংখ্য মানুষ সারা জীবনের আয় করা কষ্টের টাকা হারাচ্ছেন এক মুহূর্তে। চলুন ফেসবুক কেলেঙ্কারি সম্পর্কে সমস্ত কিছু জেনে নেওয়া যাক।

ফিশিং স্ক্যাম কী? কীভাবে সেই ফাঁদে ফেলা হয়?

ফিশিং স্ক্যামে, হ্যাকাররা আপনাকে Facebook-এ একটি লিঙ্ক পাঠাবে বা আপনাকে একটি অ্যাপ পাঠাবে। আর সেই অ্যাপে ক্লিক করলেই আপনি তাদের ফাঁদে পড়ে যাবেন। কী ধরনের কথা বলা হবে বা লিঙ্ক পাঠানো হবে দেখুন:

এই খবরটিও পড়ুন

পুলিশ কনস্টেবলের মেয়ে থেকে কুখ্যাত গ্যাংস্টারের স্ত্রী! বকলমে গ্যাং চালানো কে এই শায়িস্তা

 

 

আপনি যদি এই অ্যাপটি ইনস্টল করেন তবে আপনি ঘরে বসেই প্রতিদিন পাঁচ লাখ টাকা আয় করতে পারবেন। আবার অনেক সময় হ্যাকাররা লোন নেওয়ার জন্য লিঙ্কও পাঠায়, যাতে ব্যবহারকারীরা ভুল করে ফাঁদে পড়ে এবং লিঙ্কে ক্লিক করলে হ্যাকাররা আপনার মোবাইল ফোনের পুরো অপারেটিং সিস্টেম হাতিয়ে নেয়। যার কারণে ফেসবুকে অনেক মানুষই বড় ধরনের কেলেঙ্কারিতে পড়ে।

জাল চাকরি স্ক্যাম:

এছাড়াও জাল চাকরি স্ক্যামের ফাঁদেও অনেকে পড়েছে। যেখানে আপনাকে চাকরির সুযোগ দেওয়া হবে। আর বলা হবে আপনি তাদের থেকে অনেক বেতন পাবেন। আর তারপরেই তারা একটি লিঙ্ক পাঠায়, আর সেখানে সমস্ত ব্যক্তিগত তথ্য় চাওয়া হয়। আপনি না দিলেও, যখনই আপনি সেই লিঙ্কে ক্লিক করবেন তখনই তাদের কাছে ফোনের সব তথ্য চলে যাবে।

শপিং স্ক্যাম:

ফেসবুক একটি সাধারণ সোশ্যাল নেটওয়ার্ক অ্যাপ থেকে একটি ই-কমার্স প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। সব ধরেনের ব্যবসাই এখানে হয়ে থাকে। তার জন্য নির্দিষ্ট সব পেজও রয়েছে। সাইবার অপরাধীরা Facebook-এ মানুষের কেনাকাটার সুযোগকে কাজে লাগায়। বিশেষ করে স্ক্যাম বিজ্ঞাপন দিয়ে মানুষকে আকৃষ্ট করার চেষ্টা করে। এই বিজ্ঞাপনের মাধ্যমে, সাইবার অপরাধীরা আপনাকে এমন দুর্দান্ত সব অফার দেবে, যা আপনি কল্পনাও করতে পারবেন না। আর সেই সব অফার দেখে আপনি যখনই সেই সব লিঙ্কে ঢুকবেন, নিজের বিপদ নিজেই ডেকে আনবেন।

অর্থাৎ বুঝতেই পারছেন ফেসবুক ব্যবহার করার সময় আপনাকে কোন কোন স্ক্যাম থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে। তা নাহলেই কয়েক মুহূর্তের মধ্য়েই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট খালি করে বসবেন। তখন আর কিছুই করার থাকবে না।

Related Articles

Back to top button