খেলাধুলা

শীর্ষে শিখর, অরেঞ্জ ক্যাপের দৌড়ে প্রথম দশে ৮ দলের ক্রিকেটাররা; জায়গা পেয়েছেন কারা?

কলকাতা: দেখতে দেখতে ১৬তম আইপিএলের (IPL 2023) ১৭টি ম্যাচ হয়ে গেল। লিগ টেবল থেকে শুরু করে অরেঞ্জ ক্যাপ ও পার্পল ক্যাপের তালিকায় ক্রমাগত ওঠানামা লেগেই রয়েছে। ধীরে ধীরে জমে উঠছে চলতি মরসুমের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। আইপিএলের প্রতি মরসুমে সবচেয়ে বেশি রান করা ব্যাটার পান অরেঞ্জ ক্যাপ (Orange Cap)। আর সবচেয়ে বেশি উইকেট নেওয়া বোলার পান পার্পল ক্যাপ। ১৬তম আইপিএলে এখনও পর্যন্ত মোট যে ১৭টি ম্যাচ হয়েছে তার পর কমলা টুপির দৌড়ে শীর্ষে পঞ্জাব কিংসের অধিনায়ক শিখর ধাওয়ান। অরেঞ্জ ক্যাপের দৌড়ে প্রথম দশে ৮ দলের ক্রিকেটাররা রয়েছেন। জায়গা পাননি কোনও নাইট ও অরেঞ্জ আর্মির ক্রিকেটার। TV9Bangla-র এই প্রতিবেদনে জেনে নিন অরেঞ্জ ক্যাপের হাড্ডাহাড্ডি লড়াইয়ে কে রয়েছেন শীর্ষস্থানে, আর কোন ব্যাটারের নতুন প্রবেশ হল।

চলতি আইপিএলে এখনও অবধি ১৭টি ম্যাচ হয়েছে। এ বারের অরেঞ্জ ক্যাপের প্রবল দাবিদার কারা, জেনে নিন…

১) ১৬তম আইপিএলের অরেঞ্জ ক্যাপের দৌড়ে আপাতত শীর্ষে পঞ্জাব কিংসের অধিনায়ক শিখর ধাওয়ান। এখনও অবধি ৩টি ম্যাচে খেলে শিখর করেছেন ২২৫ রান। সর্বাধিক ৯৯*। আজ ধাওয়ানের কাছে সুযোগ রয়েছে নিজের ঝুলিতে আরও অনেক রান ভরে নেওয়ার।

২) তাঁর দল লিগ টেবলের লাস্ট বয়। আর সেই তিনি অরেঞ্জ ক্যাপের দৌড়ে ২ নম্বরে রয়েছেন। কথা হচ্ছে দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক ডেভিড ওয়ার্নারকে নিয়ে। তিনি এখনও অবধি এ বারের আইপিএলের ৪টি ম্যাচে খেলে ২০৯ রান করেছেন। সর্বাধিক ৬৫।

৩) গত বারের অরেঞ্জ ক্যাপজয়ী রাজস্থান রয়্যালসের জস বাটলার অরেঞ্জ ক্যাপের দৌড়ে ৩ নম্বরে উঠে এসেছেন। ৪ ম্যাচে তিনি করেছেন ২০৪ রান। সর্বাধিক ৭৯।

৪) চেন্নাই সুপার কিংসের ওপেনার ঋতুরাজ গায়কোয়াড় রয়েছেন এই তালিকায় ৪ নম্বরে । ১৬তম আইপিএলে এখনও অবধি ৪টি ম্যাচে খেলে ঋতুরাজ করেছেন ১৯৭ রান। সর্বাধিক ৯২ রান।

৫) কমলা টুপির দৌড়ে ৫ নম্বরে রয়েছেন আরসিবির অধিনায়ক ফাফ ডু’প্লেসি। ৩ ম্যাচে ১৭৫ রান করেছেন তিনি। সর্বাধিক ৭৯*।

৬) অরেঞ্জ ক্যাপের দৌড়ে ৬ নম্বরে রয়েছেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি। ৩ ম্যাচে কোহলি করেছেন এখনও অবধি মোট ১৬৪ রান। সর্বাধিক ৮২*।

৭) অরেঞ্জ ক্যাপের দৌড়ে ৭ নম্বরে রয়েছেন মুম্বই ইন্ডিয়ান্সের তিলক ভার্মা। ৩টি ম্যাচে খেলে তিনি করেছেন ১৪৭ রান। সর্বাধিক ৮৪*।

 

নীল ষষ্ঠীর উপবাস সেরে দুপুরে বানিয়ে নিন শ্যামা চালের খিচুড়ি

 

 

৮) অরেঞ্জ ক্যাপ দখলের লড়াইয়ে লখনউ সুপার জায়ান্টসের নিকোলাস পুরান রয়েছেন ৮ নম্বরে। তিনি ৪ ম্যাচে খেলে ১৪১ রান করেছেন। সর্বাধিক ৬২।

৯) কমলা টুপির লড়াইয়ে ৯ নম্বরে রয়েছেন লখনউ সুপার জায়ান্টসের কাইল মেয়ার্স। এখনও অবধি এ বারের আইপিএলে ৪টি ম্যাচে খেলে মোট ১৩৯ রান করেছেন তিনি। সর্বাধিক ৭৩।

১০) গুজরাট টাইটান্সের তরুণ ক্রিকেটার সাই সুদর্শন রয়েছেন অরেঞ্জ ক্যাপের দৌড়ে ১০নম্বরে। ৩ ম্যাচে খেলে তিনি করেছেন ১৩৭ রান। সর্বাধিক ৬২*। আজ সাইয়ের কাছে সুযোগ রয়েছে রানের ঝুলি ভরে এই দৌড়ে এগিয়ে যাওয়ার।

Related Articles

Back to top button