আত্মাশুদ্ধি

সামাথা কুম্ভর নবম দিনে হল সন্ত রামানুজের আরাধনা, শ্লোক জপের মাহাত্ব্য বোঝালেন চিন্না জিয়ার স্বামী

নিজস্ব সংবাদদাতা: মহা সমারোহের সঙ্গে বৃহস্পতিবার পালিত হল সামাথা কুম্ভের  নবম দিন। ২১৬ ফিট উচ্চতার স্ট্যাচু অব ইক্য়ুয়ালিটি-র বর্ষপূর্তি উপলক্ষেই আয়োজন করা হয়েছে সামাথা কুম্ভ ব্রাহ্মোৎসবের। শ্রী চিন্না জিয়ার স্বামীর আধ্যাত্মিক নির্দেশনাতেই পালিত হচ্ছে সামাথা কুম্ভ। গত ২ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে এই উৎসব, আগামী ১২ ফেব্রুয়ারি অবধি এই অনুষ্ঠান চলবে। আগামী শনিবার, ১১ ফেব্রুয়ারি বিশাল অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। দুপুর ১টা থেকে ভগবত গীতা পাঠ করা হবে। এই অনুষ্ঠানে ১ লক্ষেরও বেশি জনসমাগম হবে।

বৃহস্পতিবার শ্রী চিন্না জিয়ার স্বামী স্মৃতিচারণ করে বলেন, কীভাবে ১৯৭৬ সালে তাঁর গুরুর অধীনে মন্ত্র জপম শুরু করেছিলেন। সামাথা কুম্ভের যজ্ঞশালায় উপস্থিত ভক্তদেরও তিনি পরামর্শ দেন নিয়মিত মন্ত্র জপ করার। দিনে কতবার জপ করছেন এবং কীভাবে নারায়ণ গায়ত্রী পাঠ করে সম্পুতি করতে হয়, সে বিষয়েও তিনি পরামর্শ দেন। তিনি  বলেন, “জপ আমাদের মধ্যে শক্তির সঞ্চার করে”। এরপরে সকলেই চিন্না জিয়ার স্বামীর সঙ্গে জপম করেন।

 

Related Articles

Back to top button