MY CATAGORY

সেনাবাহিনীতে নিয়োগের পরীক্ষা হবে বাংলা ভাষাতেও, ঐতিহাসিক সিদ্ধান্ত স্বরাষ্ট্র মন্ত্রকের

নয়া দিল্লি: বাংলা নববর্ষে ঐতিহাসিক সিদ্ধান্ত কেন্দ্রের। এবার সেনাবাহিনীতে নিয়োগের পরীক্ষা হবে বাংলা ভাষাতেও। কেবল বাংলা নয়, আরও ১২টি আঞ্চলিক ভাষায় পরীক্ষা নেওয়া হবে কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর (CAPF) । ১৫ এপ্রিল, শনিবার স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে বিবৃতি দিয়ে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

স্বরাষ্ট্র মন্ত্রকের বিবৃতি অনুসারে, এতদিন কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর (CAPF) পরীক্ষা কেবল হিন্দি ও ইংরেজি ভাষায় হত। বাংলা সহ অন্যান্য ভাষায় পরীক্ষা নেওয়ার জন্য অনেকদিন ধরেই দাবি উঠেছিল। অবশেষে সেই দাবিতে মান্যতা দিল কেন্দ্র। বিবৃতিতে আরও বলা হয়েছে, “স্থানীয় যুবদের কেন্দ্রীয় সশস্ত্র বাহিনীতে যোগদান করাতে এবং আঞ্চলিক ভাষার প্রচার করতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছেন।”

স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে খবর, কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর (CAPF) মধ্যে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (CRPF), বর্ডার সিকিউরিটি ফোর্স (BSF), সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স (CISF), ইন্দো-তিবেটিয়ান বর্ডার পুলিশ (ITBP), সশস্ত্র সীমা বল (SSB) এবং ন্যাশনাল সিকিউরিটি গার্ড (NSG) রয়েছে। অর্থাৎ এই সমস্ত বাহিনীতে নিয়োগের পরীক্ষাতেই বাংলা সহ ১৩টি আঞ্চলিক ভাষা ব্যবহৃত হবে।

এই খবরটিও পড়ুন

শেষ হচ্ছে না মিঠাই? ভক্তদের আবেদনই কি তবে মিরাকেল ঘটাল?

 

 

বিবৃতিতে আরও জানানো হয়েছে, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে স্বরাষ্ট্র মন্ত্রক CAPF-র জন্য কনস্টেবল (জেনারেল ডিউটি) পরীক্ষায় হিন্দি, ইংরেজি সহ ১৩টি আঞ্চলিক ভাষা ব্যবহারের অনুমোদন দিয়েছেন।” হিন্দি, ইংরেজি ছাড়া ১৩টি আঞ্চলিক ভাষা হল, বাংলা, অসমিয়া, গুজরাটি, মারাঠি, মালায়ালাম, কন্নড়, তামিল, তেলুগু, ওড়িয়া, উর্দু, পঞ্জাবি, মণিপুরী এবং কোঙ্কানি।

Related Articles

Back to top button