আত্মাশুদ্ধি

হরি ওঁ

কলিযুগের সৎ নিষ্ঠাবান ত্যাগী সাধক স্বপন দত্ত

 

হরি ওঁ

ওঁ
সংগচ্ছধ্বং সংবদধ্বং সংবো মনাংসি জানতাম্ ।
দেবা ভাগং যথাপূর্বে সঞ্জানানা উপাসতে ।।

 

বিবেকানন্দের বাণী
—————————-

” হিন্দু যেন কখন তাহার ধর্ম ত্যাগ না করে । তবে ধর্মকে উহার নির্দিষ্ট সীমার মধ্যে ভিতর রাখিতে হইবে, আর সমাজকে উন্নতির স্বাধীনতা দিতে হইবে । “…….( ৬/৩৮৩)
স্বামী বিবেকানন্দ ।

 

ওঁ

শ্রীপরমাত্মনে নমঃ

কঠোপনিষদ

প্রথম অধ্যায়, তৃতীয় বল্লী

 

ইন্দ্রিয়াণি হয়ানাহুর্বিষয়াঁ্ স্তেষু গোচরন্ ।
আত্মেন্দ্রিয়মনোযুক্তং ভোক্তেত্যাহুর্মনীষিণঃ ।। (০৪)

 

জ্ঞানিগণ ( এই রূপকে ) ইন্দ্রিয় সকলকে ঘোড়া বলে জানিয়েছেন আর বিষয় সকলকে তাদের চারণভূমি বলেছেন । তথা দেহ, মন এবং ইন্দ্রিয় —– এই সবের সঙ্গে বাসকারী জীবাত্মাই ভোক্তা এরূপ বলেছেন । (৪)

 

 

সোম প্রভাতের শুভ্র শুভেচ্ছা

আজ সোমবার……..

পৌষ মাস ( নারায়ণ )

৫১২২ কলিযুগাব্দ
২০৭৭ বিক্রম সংবৎ।
১৯৪২ শকাব্দঃ ।
৫৩৫ শ্রীচৈতন্যাব্দঃ ।
২৫৬৪ বুদ্ধাব্দঃ ।
২৬ পৌষ , ১৪২৭বঙ্গাব্দঃ ।
১১ জানুয়ারী ২০২১ খ্রীষ্টাব্দঃ ।
সূর্য্যোদয় ৬.২৫ মিনিট ।
সূর্য্যাস্ত ৫.০৬ মিনিট ।
ত্রয়োদশী তিথি ।
জ্যেষ্ঠানক্ষত্র ।
কৃষ্ণ পক্ষ ।

 

শ্রীমন উদ্ধারণ দত্ত ঠাকুরের তিরোভাব তিথি ।

 

প্রাক্তন প্রধানমন্ত্রী লালবাহাদুর শাস্ত্রীর তিরোধান দিবস ।

 

অসম.——সমাজসেবক শৈলেন্দ্র বরুয়ার স্মৃতিদিবস ।

 

আজকের দিন শুভ ও মঙ্গলময় হোক ।

Related Articles

Back to top button