আত্মাশুদ্ধি

হরি ওঁ

হরি ওঁ

ওঁ
সংগচ্ছধ্বং সংবদধ্বং সংবো মনাংসি জানতাম্ ।
দেবা ভাগং যথাপূর্বে সঞ্জানানা উপাসতে ।।

 

বিবেকানন্দের বাণী
—————————-

” লক্ষ লক্ষ নরনারী পবিত্রতার অগ্নিমন্ত্রে দীক্ষিত হইয়া, ভগবানে দৃঢ়বিশ্বাসরূপ বর্মে সজ্জিত হইয়া দরিদ্র পতিত ও পদদলিতদের প্রতি সহানুভূতিজনিত সিংহবিক্রমে বুক বাঁধুক “…….(৬ /৩৬৩ )
স্বামী বিবেকানন্দ ।

 

ওঁ

শ্রীপরমাত্মনে নমঃ

কঠোপনিষদ

প্রথম অধ্যায়, তৃতীয় বল্লী

সম্বন্ধ—– যমরাজ এবার বোঝাচ্ছেন পরব্রহ্ম পুরুষোত্তমের পরম ধামে কোন সাধক যেতে পারেন………

 

আত্মানঁ্ রথিনং বিদ্ধি শরীরঁ্ রথমেব তু ।
বুদ্ধিং তু সারথিং বিদ্ধি মনঃ প্রগ্রহমেব চ ।। (০৩)

 

হে নচিকেতা ! তুমি জীবাত্মাকে রথের স্বামী ( যিনি রথে বসে চলেন ) বলে জান আর দেহকেই রথ বলে জান, তথা বুদ্ধিকে সারথি ( রথের চালক ) জান আর মনকেই লাগাম জানবে । (৩)

 

রবি প্রভাতের হার্দিক শুভেচ্ছা

আজ রবিবার………

 

পৌষ মাস ( নারায়ণ )

৫১২২ কলিযুগাব্দ।
২০৭৭ বিক্রম সংবৎ ।
১৯৪২ শকাব্দঃ ।
৫৩৫ শ্রীচৈতন্যাব্দঃ ।
২৫৬৪ বুদ্ধাব্দঃ ।
২৫ পৌষ, ১৪২৭ বঙ্গাব্দঃ ।
১০ জানুয়ারী , ২০২১ খ্রীষ্টাব্দঃ ।
সূর্য্যোদয় ৬.২৫ মিনিট ।
সূর্য্যাস্ত ৫.০৫ মিনিট ।
দ্বাদশী তিথি ।
অনুরাধানক্ষত্র ।
কৃষ্ণ পক্ষ ।

 

মহাত্মা শিশির কুমার ঘোষের প্রয়াণ দিবস ।

 

অসম……..নৃত্যশিল্পী নবীন বরার স্মৃতিদিবস ।

 

আজকের দিন শুভ ও আনন্দময় হোক ।

Related Articles

Back to top button