হরি ওঁ
কলিযুগের সৎ নিষ্ঠাবান ত্যাগী সাধক স্বপন দত্ত
সংগচ্ছধ্বং সংবদধ্বং সংবো মনাংসি জানতাম্ ।
দেবা ভাগং যথাপূর্বে সঞ্জানানা উপাসতে ।।
বিবেকানন্দের বাণী
----------------------------
” ধর্ম, আধ্যাত্মিকতা ও পবিত্রতা হিন্দুজাতির——- প্রত্যেক হিন্দুর জন্মগত সংস্কার । “……(৫/৪৫)
স্বামী বিবেকানন্দ ।
ওঁ
শ্রীপরমাত্মনে নমঃ
ঈশাবাস্যোপনিষদ
অন্ধং তমঃ প্রবিশন্তি যেহবিদ্যামুপাসতে ।
ততো ভূয় ইব তে তমো য উ বিদ্যায়া্ঁ রতাঃ ।। (০৯)
যে মানুষ ভোগে আসক্ত হয়ে ভোগপ্রাপ্তির সাধনরূপ অবিদ্যার নানাপ্রকার কর্মের অনুষ্ঠান করে, সেই মানুষ সেই সব কর্মের ফলস্বরূপ অজ্ঞানান্ধকারে পরিপূর্ণ বিবিধ জন্ম এবং ভোগসমূহই প্রাপ্ত হয় । সেই মানুষ মনুষ্য– জন্মের চরম ও পরম লক্ষ্য পরমেশ্বরকে না পেয়ে নিরন্তর জন্ম– মৃত্যুরূপ সংসারপ্রবাহে পড়ে নানাবিধ তাপে সন্তপ্ত হতে থাকে । (৯)
সোম প্রভাতের শুভ্র শুভেচ্ছা
আজ সোমবার……..
আশ্বিন মাস ( পদ্মনাভ )
৫১২২ কলিযুগাব্দ
২০৭৭ বিক্রম সংবৎ।
১৯৪২ শকাব্দঃ ।
৫৩৫ শ্রীচৈতন্যাব্দঃ ।
২৫৬৪ বুদ্ধাব্দঃ ।
১১ আশ্বিন , ১৪২৭বঙ্গাব্দঃ । ২৮ সেপ্টেম্বর, ২০২০ খ্রীষ্টাব্দঃ ।
সূর্য্যোদয় ৫.৩০ মিনিট ।
সূর্য্যাস্ত ৫.২৬ মিনিট ।
দ্বাদশী তিথি ।
ধনিষ্ঠানক্ষত্র ।
শুক্ল পক্ষ ।
ধর্ম্মশীলা রাণী রাসমণির জন্মদিবস ।
যুগাবতার শ্রীশ্রী স্বামী পরেশ মহাত্মার আবির্ভাব দিবস ।
অসম.——-ঁ পরমানন্দ দেব গোস্বামীর তিরোভাব তিথি ।
আজকের দিন শুভ ও মঙ্গলময় হোক ।